কলকাতা, 3 ফেব্রুয়ারি: অবসরপ্রাপ্ত শিক্ষকদের (Teacher Retirement Case) বকেয়া পেতে কেন এত দেরি! শিক্ষকদের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হওয়া উচিত। মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। "শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা মহৎ কাজ। তাই তাঁদের অবসরের পর পাওনা আর্থিক সুযোগ সুবিধা পেতে বিলম্ব খুবই দুঃখজনক। এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।" শুক্রবার এমনই মন্তব্য করলেন বিচারপতি রাজা শেখর মান্থা।
উল্লেখ্য, শুক্রবার বিচারপতি মান্থার এজলাসে চলছিল আদালত অবমাননার বহু মামলা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদনকারী বহু শিক্ষক তাঁদের অবসরকালীন বকেয়া আর্থিক সুবিধা ঠিকমতো পাচ্ছেন না বলে অভিযোগ ছিল। সেই মামলাতে বিচারপতির নির্দেশে এদিন আদালতে হাজির ছিলেন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসক। এদিন আদালতে উপস্থিত বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশ্যে বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, "কী করছেন আপনারা? আপনাদের এই গয়ংগচ্ছ মনোভাবকে আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না।"