পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati Protest : বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তা যেন শান্তিপূর্ণ হয়, জানাল কলকাতা হাইকোর্ট - বিশ্বভারতীতে হস্টেল খোলার দাবিতে লাগাতার আন্দোলন

বিশ্বভারতীতে হস্টেল খোলার দাবিতে লাগাতার আন্দোলন চলছে ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কী বললেন বিচারপতি (High Court over Visva Bharati Protest) ?

Calcutta High Court says Protest is democratic right
বিশ্বভারতীতে আন্দোলন নিয়ে কলকাতা হাইকোর্ট

By

Published : Mar 3, 2022, 1:47 PM IST

Updated : Mar 3, 2022, 2:15 PM IST

কলকাতা, 3 মার্চ :পুলিশ পড়ুয়াদের আন্দোলনে কোনও ব্যাঘাত ঘটাতে পারবে না ৷ বৃহস্পতিবার তেমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে বীরভূম জেলার পুলিশ সুপার এবং শান্তিনিকেতন থানার ওসিকে আদালত নির্দেশ দিয়েছে, যাতে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ও আধিকারিকদের প্রবেশে কোনওরকম বাধা সৃষ্টি না হয় সেদিকটি দেখতে হবে (Visva Bharati Protest) ৷

বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর নির্দেশে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আন্দোলন মানুষের গণতান্ত্রিক অধিকার ৷ এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না । তবে পড়ুয়াদের এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় । পাশাপাশি বিচারপতি এও জানিয়েছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিকের যাতায়াত অবরুদ্ধ করা যাবে না । পড়ুয়াদের দাবি 10 দিনের মধ্যে হলফনামার আকারে আদালতে জমা দিতে হবে ।

বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়াদের আইনজীবী শামিম আহমেদ জানালেন বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ভাবে কাজ করুন

আরও পড়ুন : Visva-Bharati Protest : তিন দিন ধরে বিশ্বভারতীতে চলছে ছাত্র আন্দোলন, ঠায় দফতরে কর্মসচিব

এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে আদালতে জানানো হয়, বিশ্বভারতীতে অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে । পুলিশকে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয় । শিক্ষক ও আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে, বেরতে পারছেন না ৷ আন্দোলনকারী পড়ুয়াদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও শামিম আহমেদ বলেন, "করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে । গোটা দেশে স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশ থেকে পড়ুয়ারা আসেন । কিন্তু বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলছে না কেন ? জেলার দূরদূরান্ত থেকে যে ছেলেমেয়েরা পড়তে আসেন, তাঁরা দিনের পর দিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন । তাঁদের পক্ষে বাইরে বা হোটেলে কাটানো কতদিন সম্ভব ? এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানাচ্ছে পড়ুয়ারা ।"

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দোর খুললেও, খোলেনি হস্টেল ৷ ছাত্রাবাস ও ক্যান্টিন খোলার দাবিতে একাধিকবার সরব হয়েছেন পড়ুয়ারা ৷ দূর থেকে এসে অধিকাংশ ছাত্রছাত্রী হস্টেলে থেকে পড়াশোনা করেন । হস্টেল খোলার দাবিতে 28 ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় ছাত্র বিক্ষোভ ৷ ঘেরাও করা হয় কর্মসচিব আশিস আগরওয়াল, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ও সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে ৷

Last Updated : Mar 3, 2022, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details