পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court: রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের অশান্তি অব্যাহত - রাজা শেখর মান্থা

প্রধান বিচারপতির এজলাসে তুমুল বাগবিতণ্ডা তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত আইনজীবীদের মধ্যে । বিচারপতি রাজা শেখর মান্থার ( Justice Rajasekhar Mantha) বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের মধ্যে অশান্তি আজও অব্যাহত ।

Calcutta High Court
রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের অশান্তি

By

Published : Sep 6, 2022, 12:30 PM IST

কলকাতা 6 সেপ্টেম্বর:বিচারপতি রাজা শেখর মান্থার ( Justice Rajasekhar Mantha) বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের মধ্যে অশান্তি আজও অব্যাহত । এ ব্যাপারে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, "কোনও আইনজীবী অনুপস্থিত থাকলে আদালত যেন কোনও রায় না দেয় ।" এই প্রস্তাবের বিরোধিতা করেন আইনজীবী সপ্তাংশু বাসু-সহ বিজেপি ও বামপন্থী আইনজীবীরা । তাঁদের দাবি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ।

আরও পড়ুন:পুলিশি নিষ্ক্রিয়তার মামলা রাজা শেখর মান্থার বেঞ্চে, আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি

এ নিয়ে প্রধান বিচারপতির এজলাসেই তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত আইনজীবীদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয় । প্রধান বিচারপতি বলেন, "আমি একটা কমিটি তৈরি করে দিয়েছি । যা বলার ওই কমিটির কাছে বলুন । আপনাদের মধ্যে সুন্দর সম্পর্ক রয়েছে । সেটাকে বজায় রাখুন । আদালতের কাজে শান্তি বজায় রাখুন ।" হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুনাভ ঘোষের বিরোধিতা করেন সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের । এরপরই তুমুল হইচই বেঁধে যায় প্রধান বিচারপতির এজলাসে ।

উল্লেখ্য, বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয় পরিবর্তনের প্রতিবাদে তৃণমূল সমর্থিত আইনজীবী সংগঠনের বিক্ষোভের প্রেক্ষিতেই সম্পাদকের এই আর্জি । বিচারপতি রাজা শেখার মান্থাকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শোনার দায়িত্ব দেওয়ার পর থেকেই কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের শাসক দলপন্থী ও বিরোধী দল সমর্থিত আইনজীবীদের মধ্যে বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট করার সিদ্ধান্তকে ঘিরে তুমুল অশান্তির সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে পুলিশি নিষ্ক্রিয়তার সব মামলা, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলপন্থী আইনজীবীদের

প্রসঙ্গত,বিচারপতি রাজা শেখর মান্থার ডিটারমিনেশন (মামলার বিষয়) পরিবর্তন করার দাবিতে সোমবারও বিক্ষোভ হয় কলকাতা হাইকোর্টে (Calcutta HC) ৷ মূলত, পুলিশি নিষ্ক্রিয়তার সব মামলা বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Raja Shekhar Mantha) এজলাসে পাঠিয়েছেন প্রধান বিচারপতি ৷ যা নিয়ে তৃণমূলের আইনজীবী সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টে রাজা শেখর মান্থার এজলাসের সামনে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে ৷ তাঁদের দাবি, সেই মামলাগুলি দ্রুত বিচারপতি মান্থার বেঞ্চ থেকে সরাতে হবে ৷ আর এই দাবিতে এদিনও ওই আইনজীবীরা বিচারপতি মান্থার বেঞ্চ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ বিষয়টি নিয়ে এ দিন অন্যান্য আইনজীবী সংগঠনগুলি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details