কলকাতা, 30 জানুয়ারি : কর্মরত অবস্থায় মারা গেলেন হাইকোর্টের বিচারপতি আশিসকুমার চক্রবর্তী । গতকাল কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন ৷ সেখান থেকে একদিনের জন্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন ৷ কিন্তু কার্শিয়াংয়েই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয় ৷ তড়িঘ়ড়ি তাঁকে দার্জিলিং সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় চিকিৎসকরা তাঁকে শিলিগুড়িতে রেফার করে দেন ৷ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ রাতেই তাঁর চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা ৷ কিন্তু শনিবার দুপুরে ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷
বেলা আড়াইটে নাগাদ শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 55 বছর । তাঁর প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে যান দার্জিলিং জেলা আদালত, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এবং শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারপতিরা সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর রবিবার তাঁর মরদেহ বিমানে কলকাতায় নিয়ে যাওয়া হবে ৷