পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়

ফুসফুসের সমস্যা থাকায় তিনি আগেও একাধিকবার হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷

Pratik Prakash Banerjee
প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 3, 2020, 12:48 PM IST

Updated : Jul 3, 2020, 2:17 PM IST

কলকাতা , 3 জুলাই : দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় ৷ আগে একাধিকবার হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ তবে সুস্থ হয়ে কিছুদিন আগে আদালতে যোগ দিয়েছিলেন ৷ কিন্তু গতকাল ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ এরপর আজ সকাল 5টা 15 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ বয়স হয়েছিল 51 বছর ৷

শুধুমাত্র কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নয় , তিনি সকলের কাছে এক অন্য ধারার মানুষ হিসাবে পরিচিত ছিলেন ৷ তাঁর উদারতা ও পাণ্ডিত্য নিয়ে আলোচনা চলত আইনজীবীদের মুখে মুখে । তাঁর মৃত্যুর খবর শোনার পর থেকেই প্রত্যেকের একটাই কথা , অত্যন্ত দুঃখিত । কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না ৷

তাঁর এই কর্মরত জীবনে একসময়ের সহকারী আইনজীবী ছিলেন আশিস কুমার চৌধুরি ৷ বিপক্ষেও লড়েছেন । তিনি জানাচ্ছেন , "2017 সালে বিচারপতি হওয়ার আগে বিভিন্ন মামলায় আমার বিরুদ্ধ পক্ষের হয়ে সওয়াল করতেন । কিন্তু এমনই মানুষ ছিলেন যে কোনও মামলার শুনানির আগে দেখা হলেই বলে দিতেন আমি কিন্ত ওই মামলাতে এই রায়ের উল্লেখ করব । তুই কিন্ত প্রস্তুত থাকিস । এই ধরনের উদারতা আর অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন প্রতীকদা ।"

বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্য়ায়ের জন্ম 1969 সালের 1 জুন ৷ কলকাতায় । পিতা মুকুল প্রকাশ বন্দ্যোপাধ্যায় ছিলেন হাইকোর্টের আইনজীবী । মা লেখা বন্দ্যোপাধ্যায়ও আইনজীবী ছিলেন । 1995 সাল থেকে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেছিলেন । 2017 সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি হিসাবে নিযুক্ত হন । পড়াশোনা চলাকালীন 1984 -94 পর্যন্ত কলকাতা অল ইন্ডিয়া রেডিয়ো ও যুববাণীতে পাশ্চাত্য সংগীতের উপর বিভিন্ন অনুষ্ঠান করতেন । পাশাপাশি 1989-94 পর্যন্ত নিয়মিত একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে আইনের বাইরে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ।

Last Updated : Jul 3, 2020, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details