পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

High Court: ফের হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি বিচারপতি মান্থার - justice Mantha

চাকরিপ্রার্থীদের মিছিলে অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ হরিশ মুখার্জি রোডেই মিছিল হবে ৷ তার কারণও জানালেন বিচারপতি ৷

ETV Bharat
রাজাশেখর মান্থা

By

Published : May 15, 2023, 4:01 PM IST

আইনজীবী কৌস্তভ বাগচির বক্তব্য

কলকাতা, 15 মে: ফের হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল মামলায় সোমবার সায় দিলেন বিচারপতি। 17 মে সন্ধে 6টায় শহিদ মিনার থেকে কালীঘাট থানা পর্যন্ত মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । পুলিশের কাছে অনুমতি না-মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা।

17 মে, বুধবার 2023 সন্ধ্যা 6টায় মিছিল শুরু হয়ে শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পুলিশ স্টেশন শেষ হবে। শান্তিপূর্ণভাবে মিছিল করার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

গ্রুপ-ডি'র প্রায় 600 জন বঞ্চিত চাকরিপ্রার্থী 17 মে সন্ধ্যা 6টায় হাতে হ্যারিকেন নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করবেন। এই মিছিলের অনুমতি দেওয়ার পাশাপাশি তাঁর নির্দেশ, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না । রাজ্যের আপত্তি সত্ত্বেও বিচারপতি মান্থার বক্তব্য, হরিশ মুখার্জি রোড ওয়ান ওয়ে হওয়ায় ওটাই সবচেয়ে ভালো রাস্তা মিছিলের জন্য । তবে দু'টো লাইনে মিছিল যাবে । রাস্তার 80 শতাংশ খোলা রাখতে হবে গাড়ি যাওয়ার জন্য। এর আগে মহার্ঘভাতার দাবিতে হরিশ মুখার্জি রোডে মিছিলের আবেদন করেছিল সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ। তাতে সম্মতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

2017 সালের গ্রুপ-ডি নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা মিছিলের আবেদন করেন পুলিশের কাছে । কিন্তু বারবার হরিশ মুখার্জি রোডেই মিছিলে আবেদন করায় কিছুটা বিরক্ত হয়ে পুলিশ তাঁদের অনুমতি দেয়নি । বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা । এই মামলার শুনানিতেই বিচারপতি রাজাশেখর মান্থা অনুমতি দিয়েছেন হরিশ চ্যাটার্জি রোডে মিছিল সংগঠিত করার ৷ তবে সাফ জানানো হয়েছে মিছিল থেকে কোনও কটু মন্তব্য যেন না করা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ হতে হবে মিছিল ।

আরও পড়ুন : কালীঘাটে ফিরছে জনতার দরবার, অভিযোগ শুনবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি

ABOUT THE AUTHOR

...view details