পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Abhijit Gangopadhyay: রাজ্যের বিচারব্যবস্থাকে স্বতন্ত্র করার চেষ্টা, বিচারপতি মান্থার এজলাস বয়কট প্রসঙ্গে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপ্রতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাস বয়কটের ডাক হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশের। অন্য বিচারপতিদেরও ঢুকতে বাধা দেওয়া ৷ এ প্রসঙ্গেই মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷

By

Published : Jan 10, 2023, 9:14 PM IST

Etv Bharat
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা, 10 জানুয়ারি: ক্রমেই জটিল হচ্ছে কলকাতা হাইকোর্ট চত্বরে পরিস্থিতি। মঙ্গলবার সকালে বিচারপ্রতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাস বয়কটের ডাক দিয়েছিলেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ। যত বেলা গড়িয়েছে আইনজীবীদের একাংশ অন্য আইনজীবীদের বিচারপতি মান্থার এজলাসের ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। শুধু মঙ্গলবার নয়, সোমবারও বিচারপতি মান্থার এজলাস বয়কট হওয়ায় প্রায় 400টি মামলার বিচার প্রক্রিয়া থমকে গিয়েছিল। এদিন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay shares his thought on Judicial system in WB) ৷

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গের বিচারব্যবস্থাকে স্বতন্ত্র করার চেষ্টা হচ্ছে ৷ কোনও একটা অংশ বিচারক ও বিচারপতিদের স্বতন্ত্র করে নিজেদের পথে আনতে চাইছেন। সুপ্রিমকোর্টের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় গতকাল জানিয়েছেন, আমাদের বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে তাকে চাইলেই স্বতন্ত্র করা যায় ৷ এটা কখনোই সম্ভব নয়, যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। আমি কোনও দলের হয়ে বলছি না। ইতিমধ্যেই শাসক শিবির বলেছে তারা একাজ করেননি। যারা করেছেন তাদেরকে চেনেন। সেটা তদন্তসাপেক্ষ।"

এখানেই শেষ নয় ৷ দুবৃত্তদের খুঁজে বের করার হুঁশিয়ারিও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি হাইকোর্টে 23 বছর আইনজীবী হিসেবে ছিলাম, পাঁচ বছর ধরে বিচারপতি ৷ এরকম হাইকোর্টে আগে দেখিনি ৷ এত সাহস কোন দুর্বৃত্তদের, তা খুঁজে বের করতে হবে।" এদিকে এজলাসে ঢুকে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়া আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ ফৌজদারি অপরাধের ধারা প্রয়োগ করে এই মামলা পাঠিয়ে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন:বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঢুকতে বাধা, অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য মামলার নথি জমা দিয়ে গতকাল ও আজ 13 নম্বর কোর্টের সামনে অব্যবস্থার ছবি, পোস্টার তুলে দেন । বিচারপতি মান্থার বাড়ির সামনের পোস্টারের অংশও তুলে দেখান । তাঁর আবেদন, যে ঘটনা হয়েছে, তাতে রুল ইস্যু করে জবাব চাওয়া হোক ।

অন্যদিকে শাসকপন্থীদের হয়ে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, "যা ঘটেছে তাতে জাস্টিফাই করার কোনও কারণ নেই । এখানেই এটা নিষ্পত্তি করা হোক । কারণ, যা ঘটেছে সেটা আড়াল করার চেষ্টা সিনিয়র মেম্বার হিসেবে করছি না । বার কোনও বৈঠক করেনি । যা ঘটেছে সেটা অবাঞ্ছিত। আর না ঘটে সেটা দেখার দরকার । কিন্তু কিছু ব্যবস্থা হলে সেটা আমাদের সহকর্মীদের জন্য খারাপ হবে ।"

ABOUT THE AUTHOR

...view details