কলকাতা, 28 অগস্ট: মাদ্রাসা শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকার হওয়া চাকরিপ্রার্থীদের সোমবার রাত 12টার মধ্যে দিতে হবে চাকরি ৷ এমনটাই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৷ দুর্নীতি কাণ্ডে যাঁরা চাকরি পাননি, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে নিয়োগের নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি। নির্দিষ্ট দিন পেরোলেও আদালতের নির্দেশ মানেনি মাদ্রাসা কমিশন। তাতেই ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। সোমবার এই মামলার শুনানিতে একেবারে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন বিচারপতি ৷
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান গোলাম আনসারিকে নির্দেশ দিয়েছেন, সোমবার রাত বারোটার মধ্যে সিঙ্গল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে। চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী কমলেশ ভট্টাচার্য বলেন, "সময় পেরোলেও চাকরি দেয়নি কমিশন। ডিভিশন বেঞ্চে মামলা করেছে কিন্তু তার কোনও শুনানি হয়নি । চাকরিপ্রার্থীদের ভবিষ্যত অনিশ্চিত।" অন্যদিকে মাদ্রাসা বোর্ডের আইনজীবী বলেন, "সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করা আছে । মঙ্গলবার সেই মামলার শুনানি।"