কলকাতা, 17 নভেম্বর: কর্মশিক্ষায় সুপার নিউমেরিক পদ তৈরি করে নিয়োগ করা হবে ৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC) ৷ কীভাবে এটা করা হল, রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ৷ শুনানি শুরুতেই তিনি জানতে চান, "সুপার নিউমেরিক পোস্ট কীভাবে তৈরি করা হল ?"
মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "19 মে 2022 একটি বিজ্ঞপ্তি করা হয়েছিল কমিশনের তরফে ৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে চাকরি হারাদের চাকরি দেওয়ার জন্য । এটা নিয়ম বিরোধী ৷ এভাবে পোস্ট তৈরি করে চাকরি দেওয়া যায় না ৷"
এই লিস্ট কীভাবে করা হয়েছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু । তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান যে এই ব্যাপারে রাজ্যের কোনও নির্দেশ ছিল কি না । যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তাদের কোনও নির্দেশ ছিল না । কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছিল তাকেই মান্যতা দিয়ে তালিকা তৈরি করতে বলা হয়েছিল কমিশনকে । স্কুল সার্ভিস কমিশন নিজে থেকে এই কাজ করেছে ।