কলকাতা, 27 ফেব্রুয়ারি: 2016 নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় উপরের দিকে নাম ছিল প্রিয়াঙ্কা দত্ত সমাদ্দারের ৷ 33 নম্বরে তাঁর নাম থাকলেও তিনি চাকরি পাননি, অথচ নিয়োগপত্র হাতে পেয়েছিলেন মেধাতালিকায় 53 নম্বরে থাকা সরমা ঘোষ ৷ চুপ থাকেননি প্রিয়াঙ্কা ৷ হাইকোর্টে মামলা করেছিলেন সুবিচারের আশায় ৷ সেই মামলার শুনানিতে সোমবার সব দেখেশুনে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বেজায় কটাক্ষ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu slammed Partha Chatterjee) ৷ কটাক্ষের সুরে পার্থকে বিচারপতি বললেন, "চাকরি কারও পৈতৃক সম্পত্তি নয় ৷"
বিচারপতি বসু প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আরও বলেন, "আন্দোলন করলেই কি চাকরি পাওয়া যায় !" বেআইনি উপায়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রীকে ঠিক এমনই ভাষায় কটাক্ষ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওয়েটিং লিস্টে মেধাতালিকার শুরুর দিকে নাম থাকার সত্ত্বেও তাকে চাকরি না-দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা দত্ত সমাদ্দার।