কলকাতা, 20 ফেব্রুয়ারি:"যে স্কুলে পড়ুয়া কম রয়েছে সেখানকার ছাত্রদের অন্য স্কুলে পাঠিয়ে দিন । শিক্ষকদের অন্যত্র বদলি করুন । শিক্ষামন্ত্রীকে জানান । আইনে বদল আনুন ।" শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলার শুনানিতে সোমবার এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) ।
এর আগেও রাজ্যর শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় একাধিক মন্তব্য করেছেন বিচারপতি বসু ৷ এদিন ফের তিনি এই সংক্রান্ত মামলার শুনানিতে কড়া মন্তব্য করেন ৷ রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বদলি ও শিক্ষক নিয়োগ এই দুই প্রক্রিয়া নিয়েই একাধিক মন্তব্য করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Calcutta HC on teacher transfer process)।
এদিন রাজ্যে শিক্ষক নিয়োগ প্রসঙ্গেও শিক্ষা দফতরের উদ্দেশ্যে তির্যক মন্তব্য করেন বিচারপতি ৷ তিনি বলেন, "রাজ্যে বর্তমানে দশ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা করা হয়েছে ৷ আর এদিকে এবার মাধ্যমিকে চার লাখ কম ছাত্র পরীক্ষায় বসছে । তাহলে এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে ।"
এদিন রাজ্যের শিক্ষকদের উদ্দেশেও মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু ৷ তিনি বলেন, "সরকারি টাকায় নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা । ভালো কথা, কিন্তু নিজের স্কুলের সন্তানসম পড়ুয়াদের খেয়াল রাখছেন তো? কোন পড়ুয়াকে যদি জিজ্ঞাসা করা যায় যে সে আপনাদের কাছ থেকে কী শিখেছে? সদুত্তর পাব তো ? উত্তর আপনাদের জন্য স্বস্তিদায়ক হবে তো?"