কলকাতা, 21 নভেম্বর: জরুরি অবস্থার পর ভারতের ইতিহাসে সব থেকে বড়মাত্রায় বিচারপতিদের বদলি করার সিদ্ধান্তে আসলে বিচারব্যবস্থার হাত শক্ত হচ্ছে, এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্ট থেকে সদ্য বদলি হওয়া বিচারপতি বিবেক চৌধুরী । সম্প্রতি সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্ট থেকে পটনা হাইকোর্টের বিচারপতি হিসাবে বদলি করেছে । সেই নিয়েই এই মন্তব্য করেন তিনি ৷
গতকাল, সোমবার তাঁর বিদায়ী অনুষ্ঠান ছিল ৷ সেখানেই বিচারপতি নিজের রাজ্য, নিজের শহর কলকাতা ছেড়ে ভিনরাজ্যে যেতে হবে বলে স্বাভাবিকভাবেই একটু আবেগী হয়ে পড়েছিলেন । কিন্তু একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তিনি তাঁর বিদায়ী অনুষ্ঠানে উল্লেখ করেন ।
বিচারপতি বিবেক চৌধুরী বলেন, ‘‘1975 সালের জরুরি অবস্থার সময়ের পর এই প্রথম সুপ্রিম কোর্ট কলেজিয়াম এতবড় মাত্রায় বিচারপতিদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । দেশে জরুরি অবস্থা চলাকালীন বিভিন্ন হাইকোর্টের মোট 16 জন বিচারপতিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করা হয়েছিল । তার 48 বছর পর চলতি বছরে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিভিন্ন হাইকোর্টের মোট 24 জন বিচারপতিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ।’’
তিনি বলেন, "আমি আশান্বিত যে প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে এসে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের এই পদক্ষেপ বিচারব্যবস্থার হাত শক্ত করারই ইঙ্গিত । 28 জানুয়ারি 1983 সালে ভারত সরকার একটি নীতি গ্রহণ করেছিল যে একটা হাইকোর্টের প্রধান বিচারপতি করতে হবে ভিন রাজ্যের হাইকোর্টের বিচারপতিকে । পাশাপাশি প্রত্যেক হাইকোর্টের এক তৃতীয়াংশ বিচারপতি অন্য রাজ্যের হাইকোর্টের হতে হবে । সেই নীতি কার্যকর করা শুরু হয়েছে । এটা তার প্রথম পদক্ষেপ । আমার পরে আরও অনেককেই এই ধরনের বদলি করা হবে ।"