পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta HC on Recruitment: প্রাথমিক শিক্ষা পর্ষদের আচরণে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার হুঁশিয়ারি - Calcutta HC

প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছেন না ৷ তাই এবার নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ নিয়োগ সংক্রান্ত নির্দেশ না-মানায় একথা বলেন বিচারপতি (Calcutta HC on Recruitment) ৷

justice-abhijit-ganguly-warns-primary-education-board-to-stop-recruitment-process
justice-abhijit-ganguly-warns-primary-education-board-to-stop-recruitment-process

By

Published : Nov 9, 2022, 5:40 PM IST

কলকাতা, 9 নভেম্বর: প্রাথমিক শিক্ষা পর্ষদের আচরণে ক্ষোভপ্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) ৷ আর সেই ক্ষোভের রেষ পড়তে পারে সম্প্রতি শুরু হওয়া প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় (Calcutta HC on Recruitment) ! এদিন ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুর মতো ব্যবহার করছে না ৷ আমি বলেছিলাম নিয়োগ প্রক্রিয়ায় আমি মাথা ঘামাবো না ৷ কিন্তু, আমি আমার নির্দেশের পরিবর্তন করে বলছি, আমি এবার নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেব ৷’’

কিন্তু, কেন পর্যদের উপর এতটা ক্ষিপ্ত হাইকোর্ট ? বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করছে বলে এদিন মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ তা সে আন্দোলনকারীদের নিয়োগ হোক বা 269টি শূন্যপদে নিয়োগের নির্দেশ ৷ প্রাথমিক শিক্ষা পর্যদ এমন একাধিক নির্দেশের বিরুদ্ধাচারণ করছে বলে অভিযোগ নিয়ে আদালতে মামলা করছেন চাকরিপ্রার্থীরা ৷ সেই সব নিয়েই এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন:মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় 10 প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে কমিটি গঠন হাইকোর্টের

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের 269টি শূন্যপদে নিয়োগের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু, সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে জানিয়ে দেয় এ নিয়ে শুনানি হাইকোর্টেই হবে ৷ সেই মামলার শুনানি এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে এজলাসে আসে ৷ আগামিকাল সকাল সাড়ে 11টার সময় মামলার শুনানি শুরু হবে ৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বেআইনি নিয়োগের অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 269 জন চাকরিরত শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন ৷ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেও সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ তা প্রত্যাহার করে নিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details