কলকাতা, 13 জানুয়ারি: আদালতে (Calcutta High Court) চাকরি চাইতে এসে জরিমানার মুখে পড়লেন এক চাকরিপ্রার্থী ৷ রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির (Teacher Recruitment) অভিযোগ ওঠার পরে অনেক চাকরিপ্রার্থীই কলকাতা হাইকোর্টে মামলা করে দাবি করেন যে, "যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি বঞ্চিত হয়েছেন।" ববিতা সরকার, প্রিয়াঙ্কা সাউয়ের মতো চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশে চাকরি পেয়েছেন। কিন্তু শুক্রবার চাকরির দাবি আদালতে এসে বিপদে পড়লেন প্রীতি নার্জিনারি ।
শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি মামলার শুনানি চলছিল। সেই সময় জলপাইগুড়ির বাসিন্দা প্রীতি নার্জিনারি দাবি করেন, প্রিয়াঙ্কার সাউ যে চাকরি পেয়েছেন তিনিও ওই চাকরির দাবিদার ৷ ন্যায্য চাকরির দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। অপরদিকে, প্রীতি চাকরি করছেন একটি স্কুলে তা সত্ত্বেও ফের মামলায় যুক্ত হয়ে চাকরির আবেদন করেছেন ৷ আদালতকে এমন বিভ্রান্ত করার জন্য ওই প্রার্থীকে 50 হাজার টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, প্রীতি নার্জিনারি নামে এক প্রার্থী নবম-দশমে চাকরি করছেন। তা সত্ত্বেও একাদশ-দ্বাদশে চাকরি পাওয়ার আশায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান তিনি। কিছুটা বিরক্ত হয়েই বিচারপতি মামলাটি গ্রহণ করেন। কিন্তু শোনার পর তাঁকে 50 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।