পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nobel Laureate Economists: নোবেলজয়ীরা শিক্ষায় দুর্নীতি নিয়ে কী বলছেন ? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নোবেলজয়ী অর্থনীতিবিদরা (Nobel Laureate Economists) শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) নিয়ে কী বলছেন ? এজলাসে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷

Justice Abhijit Gangopadhyay wants to know the view of Nobel Laureate Economists on Teacher Recruitment Scam
প্রতীকী ছবি

By

Published : Jan 18, 2023, 7:44 PM IST

কলকাতা, 18 জানুয়ারি:শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) নিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ বুধবার তিনি বলেন, "নোবেলজয়ীরা (Nobel Laureate Economists) স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন ? অমর্ত্য সেন রয়েছেন, যিনি প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন ৷ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ৷ আমার জানার কৌতূহল হল, স্কুলে নিয়োগ দুর্নীতিতে এইসব মহান শিক্ষাবিদ মানুষগুলির ভিউ কী ? ওঁরা তো আরও অনেক বিষয়ে বলেন, তাই এটা নিয়েও কিছু বলেন কি না, সেটা জানতে চাইছিলাম !"

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বাংলার কৃতী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যিনি আবার নোবেলজয়ীও বটে, তিনি বলেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে (Amartya Sen praised Mamata Banerjee) ৷ সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ৷ সেই সূত্রে এদিন আদালতে উপরোক্ত কথাগুলি বলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৷ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ করে নিজের কৌতূহলের কথা জানান তিনি !

আরও পড়ুন:'তাঁর উপদেশ আমার কাছে আদেশ !' অমর্ত্য প্রসঙ্গে বললেন মমতা

বিচারপতির প্রশ্নের উত্তরে বিকাশরঞ্জন তাঁকে বলেন, "আমার মনে হয় অমর্ত্য সেন ঠিক কী বলতে চেয়েছেন, তা সংশ্লিষ্ট প্রতিবেদনটি পুরোপুরি পড়লেই বোঝা যাবে ৷ আমার মনে হয়, সংবাদমাধ্যমে বিষয়টিকে যেভাবে উপস্থাপিত করা হয়েছে, তিনি সেভাবে কথাটি বলেননি ৷ আমি পুরো লেখাটি পড়েছি ৷ আর তাঁর প্রতীচী ট্রাস্টও কাজ করতে গিয়ে এই সমস্যা অনুভব করছে ৷ আমার অন্তত তেমনটাই মনে হয়েছে ৷"

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার, কয়লাপাচার-সহ নানা ইস্যুতে বিপর্যস্ত রাজ্য সরকার ৷ বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, এই সমস্ত অনিয়মের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সবথেকে বেশি দায়ী ! এমনকী, বুদ্ধিজীবীদের একাংশও নানা সময় মমতার সমালোচনায় সরব হয়েছেন ৷ এই প্রেক্ষাপটে অমর্ত্য সেনের মন্তব্য নানা মহলের নজর কেড়েছে ৷ বিষয়টি যে বিচারপতি গঙ্গোপাধ্যায়েরও নজর এড়ায়নি, তাঁর এদিনের মন্তব্য থেকেই তা স্পষ্ট ৷

ABOUT THE AUTHOR

...view details