কলকাতা, 18 জানুয়ারি:শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) নিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ বুধবার তিনি বলেন, "নোবেলজয়ীরা (Nobel Laureate Economists) স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন ? অমর্ত্য সেন রয়েছেন, যিনি প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন ৷ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ৷ আমার জানার কৌতূহল হল, স্কুলে নিয়োগ দুর্নীতিতে এইসব মহান শিক্ষাবিদ মানুষগুলির ভিউ কী ? ওঁরা তো আরও অনেক বিষয়ে বলেন, তাই এটা নিয়েও কিছু বলেন কি না, সেটা জানতে চাইছিলাম !"
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বাংলার কৃতী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যিনি আবার নোবেলজয়ীও বটে, তিনি বলেছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে (Amartya Sen praised Mamata Banerjee) ৷ সেই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ৷ সেই সূত্রে এদিন আদালতে উপরোক্ত কথাগুলি বলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৷ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ করে নিজের কৌতূহলের কথা জানান তিনি !