পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Gangopadhyay wants Actress Name: কুন্তলের ঘনিষ্ঠ অভিনেত্রী কে ? ইডির কাছে নাম চাইলেন বিচারপতি

নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) জড়িয়ে গেল এক অভিনেত্রী নাম ! কে তিনি ? ইডির কাছে জবাব চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay wants Actress Name) ৷

Justice Abhijit Gangopadhyay wants Actress Name from ED who might be involved in Teacher Recruitment Scam
প্রতীকী ছবি

By

Published : Jan 30, 2023, 6:01 PM IST

নাম জড়াল অভিনেত্রীর

কলকাতা, 30 জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) কি যুক্ত রয়েছেন কোনও অভিনেত্রী ? যাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ? সূত্রের দাবি, ইডির তদন্ত প্রক্রিয়ায় নাকি সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ! সোমবার ইডির কাছে সেই অভিনেত্রীর নাম জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay wants Actress Name) ৷ এদিন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির পর একথা জানান আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ৷

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বলেন, "এই মামলায় এক অভিনেত্রীর নাম জড়িয়েছে ৷ তাঁর সঙ্গে কুন্তল ঘোষের ছবিও দেখা গিয়েছে ৷ তিনি নাকি তিনটি ফ্ল্যাটকে একটি করেছেন ! বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ইডির কাছে সেই অভিনেত্রীর নাম জানতে চেয়েছেন ৷ যদিও আমরা সবাই জানি, কে সেই অভিনেত্রী ! তবু, ইডি কী তথ্য দেয়, দেখা যাক !"

আরও পড়ুন:সবার ক্যারেক্টর সার্টিফিকেট আমরা পাই না, কুন্তল ঘোষ প্রসঙ্গে বললেন সায়নী ঘোষ

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের বাড়ি থেকে 189টি অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে ৷ উদ্ধার হয়েছে ওমএমআর শিটের ফোটো কপি ৷ তরুণজ্যোতি জানিয়েছেন, এই 189 জন সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ তাঁদের সকলের নাম ও রোল নম্বর জানতে চেয়েছেন তিনি ৷ আগামী 25 বছর তাঁরা যাতে কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না পারেন, তিনি তার ব্যবস্থাও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ ক্ষুদ্ধ বিচারপতি এদিন এই চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেন, "এত সাহস হয় কী করে ? এঁরা কারা ? আমি এঁদের কিছুটা জমি দিয়ে আন্দামান পাঠিয়ে দেব ! চাষ করে খাবেন !"

এদিনের মামলা ও শুনানি প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানান, "এদিন প্রায় 400 জন মামলাকারীর মামলা ছিল ৷ গত শুনানিতে 5 হাজার 216 জনের একটা তালিকা দেওয়া হয়েছিল ৷ সেখানেও দেখা যাচ্ছে, বড়সড় দুর্নীতি হয়েছে ৷ 2022 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, দেখা যাচ্ছে সেটাও স্বচ্ছ নয় ৷ এই বিষয়েও তাই ইডির কাছে হলফনামা তলব করেছেন বিচারপতি ৷"

ABOUT THE AUTHOR

...view details