পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'মামলা যে কেউ করতেই পারেন, বলতে পারেন চাঁদ এনে দাও', কাকে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ? - অভিষেক বন্দ্যোপাধ্যায়

Justice Abhijit Ganguly on Abhishek Banerjee: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই বিষয়েই এবার নাম না করে অভিষেককে পালটা দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

Etv Bharat
অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 8:17 AM IST

কলকাতা, 11 জানুয়ারি: সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার কলকাতায় একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন,"আমার কাজ ও কথায় সমাজের একটা শ্রেণি বিপদে পড়ছে । যে কেউ মামলা করতে পারে ৷ আমাকে চাঁদ পেড়ে দাও বলতেই পারে ৷ যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন কী হবে ৷ সব ক্ষেত্রে আলো যেমন থাকে আঁধারও থাকে । সেরকম চাইলে বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতেই পারে । সুপ্রিম কোর্ট তা গ্রহণও করতে পারেন ।" তবে এখন এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে মুখ না খুললেও আগামিদিনে তিনি এই নিয়ে কথা বলবেন বলেও জানালেন ।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতে পারে না এমন নয় । যদি কেউ এমন অপরাধ করে থাকেন তাহলে অবশ্যই মামলা হতে পারে । তবে বিচারপতিরা একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি পেয়ে থাকেন । সাধারণত, সেই ধরনের মামলা তাঁদের বিরুদ্ধে হতে পারে না । তবে অন্য ধরনের মামলা হতেই পারে । সুপ্রিম কোর্টে আগে কী মামলা হয়েছে জানি, তারপর যদি কিছু বলার থাকে বলব ।"

বিচারপতির অভিযোগ, "বহু মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদের টেনে নামানোর চেষ্টা হয়েছে । তাঁদের বিরুদ্ধে বিভিন্ন কাজ হয়েছে । তাঁদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে । বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগর মহাশয় নিজে শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন । তাঁকেও বাধার মুখে পড়তে হয়েছিল । এখনই এই মামলার বিষয়ে আমি কিছু বলব না । তবে এই বিষয়ে পরে বিশদে বলার ইচ্ছা আছে ।"

একইসঙ্গে কেন্দ্রীয় সংস্থার প্রভাবিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, " যাঁদের প্রভাবিত হওয়ার কথা বলা হচ্ছে তারাই সিদ্ধান্ত নেবেন প্রভাবিত হচ্ছেন কি না । একটা কথা বলার সঙ্গে সঙ্গে একটা এজেন্সি প্রভাবিত হয়ে যাবে এসব আষাঢ়ে গল্প । এমনটা হয় না । সময় তো পালটাচ্ছে । আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন ? চাকরি বিক্রি দেখেছেন ? এর আগেও তো কত মানুষ স্কুলে চাকরি পেয়েছেন । এখন টাকা নিয়ে চাকরি হচ্ছে । টাকা ছাড়া চাকরি পাওয়া যাচ্ছে না । এর বিরুদ্ধে আবার কিছু লোক কণ্ঠস্বর তুলছেন । টাকা নেওয়া যাবে না, চাকরি বিক্রি করা যাবে না । তার মধ্যে থেকে যদি এটাও (মানে মামলা) হয় হবে । আমাদের তো আপত্তি করার কিছু নেই ।"

প্রসঙ্গত, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃত সিনহার করা মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আদালতের বাইরে এবং ভিতরে করা মন্তব্যে যেন তদন্তকারী সংস্থা প্রভাবিত না হয় এমন দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । এবার তা নিয়েই খোলাখুলি প্রতিক্রিয়া দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন :

  1. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে অভিষেক
  2. 'সম্পত্তির উৎস জানাতে পারবেন না অভিষেক', বিস্ফোরক দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  3. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অযাচিত মন্তব্য করছেন, তোপ চন্দ্রিমার

ABOUT THE AUTHOR

...view details