কলকাতা, 17 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তার বিরুদ্ধে এ বার সরব হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই মন্তব্য দুর্ভাগ্যজনক ৷ সে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি নাম না করে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "দলের সুপ্রিমো কখনও এই ধরনের মন্তব্য করেননি । আমি তাঁকে চিনি ।"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননাকর মন্তব্য দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সোমবার প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির শেষে এই নিয়ে সরব হন ।
সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলের কর্মীদের দেখতে কলকাতার এসএসকেম হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কড়া সমালোচনা করে বলেন, ভোট পরবর্তী হিংসায় এত জন আক্রান্ত হচ্ছেন হাইকোর্টের জন্য । হাইকোর্ট সমাজবিরোধীদের সুরক্ষাকবচ দিয়ে রাখায় পুলিশ বা প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারছে না । সোমবার ভরা এজলাসে অভিষেকের এই মন্তব্যের সমালোচনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ হাইকোর্ট বারের সহ সভাপতিকে উদ্দেশে তিনি বলেন, অভিষেকের ওই মন্তব্য দুর্ভাগ্যজনক ৷ সেই সময়ই বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা টেনে বলেন, দলের সুপ্রিমো কখনও এই ধরনের মন্তব্য করেননি ৷