কলকাতা, 26 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশে পারদ চড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সর্বশেষ শুনানিতেও সিবিআই ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি ৷ এদিনও বদলি দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার জানিয়ে দিলেন, ‘লড়াই চলছে কিন্তু যুদ্ধ এখনও বাকি’ ৷
এদিন সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, গতকালের নির্দেশের পর সিবিআই ইতিমধ্যেই এফআইআর রুজু করেছে । গতকাল রাত 11.45 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । গতকাল রাত এবং আজ সকাল সাড়ে 9টায় হওয়া জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করা হয়েছে ।
সিবিআইয়ের আইনজীবী এদিন বলেন, "মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে । সিবিআই এই মামলার তদন্ত নিয়ে প্রচুর প্রশ্ন করেছে ৷ তবে বেশিরভাগ প্রশ্নের জবাবে মানিক জানিয়েছেন , তিনি কিছু মনে করতে পারছেন না ।" যদিও একই সঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন ।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী শুক্রবার জিজ্ঞাসাবাদের রিপোর্ট জমা দিতে হবে সিবিআই’কে । বিশদে জানাতে হবে, তদন্তে কী কী তথ্য তারা পেয়েছে । একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকেও ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগামী 3 অগস্ট দুপুর দু’টোয় মামলার পরবর্তী শুনানি হবে ৷