কলকাতা, 23 নভেম্বর:এতদিন নিয়োগ দুর্নীতির মামলায় নানা কঠোর পদক্ষেপ করতে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ এ বারবেআইনি নির্মাণ নিয়ে কড়া মেজাজে পাওয়া গেল তাঁকে ৷ বৃহস্পতিবার লিলুয়ার বেআইনি নির্মাণ মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন তিনি ৷ এ দিন তিনি বলেন, একটাও বেআইনি নির্মাণ রাখা যাবে না ৷ তাঁর বাড়ি যদি বেআইনি হয়, সেটিও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেন বিচারপতি ৷
বিচারপতি এ দিন বলেন, "একটাও বেআইনি নির্মাণ কোথাও থাকবে না । হাওড়ায় আমার নিজের বাড়ি আছে ৷ সেটাও যদি বেআইনি হয়, তাহলে সেটাও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে ৷"
লিলুয়ার এক বেআইনি নির্মাণ মামলায় প্রোমোটার পার্থ ঘোষকে সশরীরে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "পুলিশ ডেভলপারের দালালের কাজ করছে । পার্থ ঘোষকে হাজির করুন । যেখান থেকে পারেন হাজির করুন । নেতাজি ইনডোরে খুঁজুন আজ পবেন তাঁকে ৷" উল্লেখ্য, আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের ৷