কলকাতা, 8 জানুয়ারি: রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একে অন্যের মন্তব্যের জবাব দিতে হামেশাই দেখা যায় ৷ কিন্তু, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্যের জবাব দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি! এমন ঘটনা বিরল ৷ সোমবার একটি মামলার শুনানি চলাকালীন এমনটাই করতে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ তাঁকে নিয়ে বিভিন্ন সময়ে কুণাল ঘোষের করা মন্তব্যের প্রতিক্রিয়া দিতে শোনা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ৷ তবে, কুণাল ঘোষের মতো তীব্র আক্রমণ নয় ৷ বরং, নম্রভাবে জানালেন, "ওনার সঙ্গে আমার এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৷" বিচারপতির বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষও ।
সোমবার একটি মামলার শুনানির মাঝেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "কুণাল ঘোষের সঙ্গে আমার সম্পর্ক ভালো ৷ অনেক কথা হয়েছে ৷ উনি একদিন আমার চেম্বারে এসেছিলেন ৷ কথা বলে ভালো লেগেছে ৷ ওনার সঙ্গে আমার এখন বন্ধুত্বের সম্পর্ক ৷ ওনার উপন্যাসের কয়েকটা বই দিয়েছেন ৷ আমি পড়ছি, ভালোই লিখেছেন ৷" কিন্তু, গতকাল পর্যন্ত কুণালের তাঁকে নিয়ে করা মন্তব্যে, কোথাও সেই সুসম্পর্কের ছোঁয়া দেখা যায়নি ৷ বরং, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নন্দীগ্রামের ভাঙাবেড়া থেকে "জাস্টিস 'কমরেড' অভিজিৎ গঙ্গোপাধ্যায়" বলে উল্লেখ করেছেন কুণাল ৷
বিচারপতি রাজনৈতিকভাবে প্রভাবিত, এই অভিযোগে কুণাল বলেছিলেন, "জাস্টিস কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্সপোসড হয়ে বারবার তাঁর রাজনৈতিক উইশলিস্ট প্রকাশ করে ফেলছেন ৷ প্রধান বিচারপতির উচিৎ একটা ক্রেন পাঠিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্রিগেডের মঞ্চে ছেড়ে আসা ৷ কারণ, তিনি আদ্যন্ত সিপিএম ৷" এটা প্রথম নয়, সন্দেশখালিতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর প্রাণঘাতী হামলার ঘটনায় বিচারপতির মন্তব্যকে, রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিযোগ করেছিলেন কুণাল ৷