কলকাতা, 19 ডিসেম্বর: শুনানির সময় কথা বলতে বলতে হেসে ফেলেছিলেন এক আইনজীবী ৷ আর তাতেই বেজায় চটে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার এই ঘটনায় তিনি এতটাই ক্ষুব্ধ হন যে বিচারপতি ওই আইনজীবীকে শেষ পর্যন্ত হাইকোর্টে শেরিফের জেল হেফাজতেই পাঠিয়ে দেন ৷ আইনজীবীরা বিচারপতির ক্ষমা দাবি করেছেন ৷ পাশাপাশি ক্ষমা না চাইলে আইনজীবীরা বিচারপতি বেঞ্চ বয়কট করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷
একটি মামলার শুনানিতে আদালত কক্ষে হাজির ছিলেন আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায় ৷ কথা বলতে গিয়ে তিনি হেসে ফেলেন ৷ সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ রীতিমতো ফুঁসে উঠে তিনি বলেন, "এটা হাসির কথা !" আইনজীবী ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ দেখিয়ে বলেন, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে অযথাযথ বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷" এই কথা বলার সময় হাসি মুখেই বলেন ৷ আর আদালতকক্ষে আইনজীবীর এই আচরণে বেজায় চটে যান বিচারপতি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাইকোর্টের বিশেষ জেলে পাঠিয়ে দেন ৷
এই ঘটনার পরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের বাইরে রীতিমতো আইনজীবীদের ভিড় শুরু হয়ে যায় ৷ আইনজীবীরা বলতে শুরু করেন, এইভাবে কাউকে জেলে পাঠানো যায় নাকি ? এটা অন্যায় ৷ আইনজীবীরা দল বেঁধে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে গিয়ে অভিযোগ জানান ৷