পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Gangopadhyay Praises Mamata: ফের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি গঙ্গোপাধ্যায় - মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার একটি মামলার শুনানির সময় ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন ৷

justice-abhijit-gangopadhyay-praises-mamata-banerjee
Justice Gangopadhyay Praises Mamata: ফের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়

By

Published : Dec 14, 2022, 3:21 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । বুধবার একটি মামলার শুনানির সময় তিনি বলেন, "প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ভালো কাজ করে, তার প্রশংসা আমি করবই । সরকারের যদি সঠিক ভূমিকা থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব ।’’

তিনি আরও বলেন, ‘‘আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে ৷ তবে তার সমালোচনাও আমি করব । এর পেছনে অন্য কোনও কারণ নেই ।" প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

উল্লেখ্য, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদেরই আর একটি মামলায় বলেছিলেন, "2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেব । 42 হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেব ।" পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে তিনি বলেছিলেন, "ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব ।"

পরে অবশ্য অন্য একটি মামলার শুনানির সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছিলেন বিচারপতি । পাশাপাশি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেওয়ার মন্তব্য নিতান্ত বাধ্য হয়ে হাসির ছলে করা বলেও উল্লেখ করেছিলেন তিনি ৷

আরও পড়ুন:'কমিশনকে বলে তৃণমূলের স্বীকৃতি বাতিল করে দেব', অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে ক্ষিপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details