কলকাতা, 14 ডিসেম্বর: ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । বুধবার একটি মামলার শুনানির সময় তিনি বলেন, "প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ভালো কাজ করে, তার প্রশংসা আমি করবই । সরকারের যদি সঠিক ভূমিকা থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব ।’’
তিনি আরও বলেন, ‘‘আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে ৷ তবে তার সমালোচনাও আমি করব । এর পেছনে অন্য কোনও কারণ নেই ।" প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।