কলকাতা, 27 সেপ্টেম্বর: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গঠিত সিবিআই সিটের প্রধান অশ্বিনী শেনভি বুধবার হাজিরা দেন কলকাতা হাইকোর্টে ৷ এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল ৷ তাঁর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, "আপনাদের অফিসার বা আধিকারিকরা কোনওরকম হেনস্তার শিকার হচ্ছেন ?" জবাবে অশ্বিন শেনভি বলেন, "হ্যাঁ ৷ কুন্তল ঘোষের মামলায় সিবিআই-ইডির আধিকারিকদের হেনস্তা করা হচ্ছে ।" তাঁর এই বক্তব্য শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্য পুলিশকে নির্দেশ দেন, সিবিআই বা ইডির কোনও আধিকারিককে কোনওরকম হেনস্তা করা যাবে না। কলকাতা পুলিশকে তিনি এই তদন্তের কাজে নিযুক্ত করেননি বলেও এদিন উল্লেখ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বদলির বিষয়ে এদিন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও আদালতে তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ চিঠি লিখে দাবি করেছিলেন ইডি, সিবিআই তদন্তকারীরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন ৷ সেই চিঠির প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক ৷ এই নির্দেশ দেওয়ার জন্য এদিন সিবিআই আদালতের বিচারকের তীব্র নিন্দা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি জানান, নিম্ন আদালতের বিচারকের কোনও অধিকার নেই এই ধরনের নির্দেশ দেওয়ার। পুলিশেরও অধিকার নেই সিবিআইয়ের কোনও আধিকারিক ও সিটের প্রধানকে কোনওরকম প্রশ্ন করার।
আরও পড়ুন:রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ, স্যাটের নির্দেশ খারিজ হাইকোর্টের
জানা গিয়েছে, সিবিআইয়ের আদালতের ঐ বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের ট্রান্সফারের নির্দেশ হয়ে গিয়েছে । কিন্তু এখনও তাঁকে ট্রান্সফার করা হয়নি । অর্পণ চট্টোপাধ্যায়ের 4 অক্টোবরের মধ্যে বদলির নির্দেশ এদিন দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । ততদিন পর্যন্ত নতুন কোনও মামলা গ্রহণ করতে পারবেন না তিনি ৷ আদালত সূত্রে আরও জানা গিয়েছে, সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বদলি হয়ে নতুন জায়গায় এখনও নিয়োগ পাননি, কারণ তার ফাইল আটকে রয়েছে আইনমন্ত্রীর অফিসে। এদিন জুডিসিয়াল সেক্রেটারি আদালতে এসে এই তথ্য দেন ৷ তিনি জানান গত 25 অগস্ট থেকে তাঁর ফাইল আটকে রয়েছে । তার জন্য রাজ্যের আইনমন্ত্রীকে বুধবার বিকেল 5টার সময় আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।