জলপাইগুড়ি, 12 অগস্ট: সংসারে ভাঙন রুখতে দম্পতিকে পুরী ঘুরতে পাঠালেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । স্বামী-স্ত্রীর মনোমালিন্য মেটাতে সংসারের ভাঙন রুখতে দম্পতিকে পুরী ঘুরে আসার নির্দেশ দিলেন বিচারপতি । শুধু তাই নয়, দম্পতিকে ভিআইপি কোটায় টিকিটেরও ব্যবস্থা করে দিয়েছেন বিচারপতি (Justice Abhijit Gangopadhyay orders Jalpaiguri couple to travel to Puri) ।
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার বিকেলে নির্দেশ দিয়েছেন, পারিবারিক কলহ মেটাতে আপনারা পুরী ঘুরে আসুন । একদিন পরে ট্রেনের সংরক্ষিত টিকিট পাওয়া সহজসাধ্য নয়, তাই তিনি ভিআইপি কোটায় ট্রেনের টিকিটের ব্যবস্থা, ভালো হোটেলে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন ।
সার্কিট বেঞ্চে মামলাটি ছিল পারিবারিক বিবাদের । দম্পতির একটি সন্তান রয়েছে । বাবা-মায়ের পারিবারিক বিবাদের কারণে সন্তানের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে । দম্পতিকে ঘুরতে পাঠানোর পাশাপাশি সন্তানকে দ্রুত স্কুলে পাঠিয়ে পড়াশোনা শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি ।