পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Jalpaiguri Couple: সংসারে ভাঙন ! দম্পতিকে পুরী পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় - Divorce Case

দম্পতির সম্পর্কে ভাঙন ধরায় তাঁরা আদালতের দ্বারস্থ হন ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের পুরী ঘুরে আসতে নির্দেশ দিলেন ৷ এমনকী তাঁদের বেড়াতে যাওয়ার বন্দোবস্ত করে দিলেন (HC on Jalpaiguri Couple) ৷

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

By

Published : Aug 12, 2022, 6:55 AM IST

জলপাইগুড়ি, 12 অগস্ট: সংসারে ভাঙন রুখতে দম্পতিকে পুরী ঘুরতে পাঠালেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । স্বামী-স্ত্রীর মনোমালিন্য মেটাতে সংসারের ভাঙন রুখতে দম্পতিকে পুরী ঘুরে আসার নির্দেশ দিলেন বিচারপতি । শুধু তাই নয়, দম্পতিকে ভিআইপি কোটায় টিকিটেরও ব্যবস্থা করে দিয়েছেন বিচারপতি (Justice Abhijit Gangopadhyay orders Jalpaiguri couple to travel to Puri) ।

কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার বিকেলে নির্দেশ দিয়েছেন, পারিবারিক কলহ মেটাতে আপনারা পুরী ঘুরে আসুন । একদিন পরে ট্রেনের সংরক্ষিত টিকিট পাওয়া সহজসাধ্য নয়, তাই তিনি ভিআইপি কোটায় ট্রেনের টিকিটের ব্যবস্থা, ভালো হোটেলে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন ।

সার্কিট বেঞ্চে মামলাটি ছিল পারিবারিক বিবাদের । দম্পতির একটি সন্তান রয়েছে । বাবা-মায়ের পারিবারিক বিবাদের কারণে সন্তানের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে । দম্পতিকে ঘুরতে পাঠানোর পাশাপাশি সন্তানকে দ্রুত স্কুলে পাঠিয়ে পড়াশোনা শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বাবুঘাটে জমায়েত

বিচারপতির নির্দেশ, বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে রওনা দিয়ে শুক্রবার কলকাতায় পৌঁছবেন তাঁরা । 13 অগস্ট তাঁরা হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবেন । 14 অগস্ট পুরী পৌঁছবেন । পুরীতে দিন কয়েক থেকে ফের 17 অগস্টের ট্রেন ধরে ফিরে আসবেন দম্পতি ।

এই মামলার অন্যতম আইনজীবী জয়জিৎ চৌধুরী বলেন, "এই রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি যুগান্তকারী রায়। সংসারের ভাঙন রুখতে বিচারপতি দম্পতিকে পুরী যাওয়ার নির্দেশ দিয়েছেন ।" আইনজীবী আরও জানান, বিচারপতি শুধু নির্দেশই দেননি, কম সময়ের মধ্যে পুরী যাওয়ার ট্রেনের টিকিট জোগাড়ের ব্যবস্থাও করিয়েছেন । পুরী থেকে ফিরে দম্পতিকে একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন । মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি । আগামী 2 সেপ্টেম্বর হাইকোর্টের মূল বেঞ্চে ফের মামলাটির শুনানি হবে ।

ABOUT THE AUTHOR

...view details