পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাথমিক নিয়োগ মামলায় দ্রুত চার্জ গঠন করে নিম্ন আদালতে বিচার শুরুর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - justice abhijit gangopadhyay

Calcutta High Court: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দ্রুত চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মামলার পরবর্তী শুনানি 21 ডিসেম্বর ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 4:11 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর:প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দ্রুত চার্জ গঠন করে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে । ইডির সঙ্গে সমন্বয় করে সিবিআই আরও তথ্য জানাবে আদালতকে । শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মামলার পরবর্তী শুনানি 21 ডিসেম্বর ৷ ওইদিন একটি রিপোর্ট মুখবন্ধ খামে করে হাইকোর্টে জমা দিতে হবে সিবিআইকে।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন সিবিআইয়ের কাছে জানতে চান এখনও পর্যন্ত কতগুলি চার্জশিট জমা করা হয়েছে । তাতে সিবিআইয়ের তরফে জানানো হয়, 1টা চার্জশিট । এরপর বিচারপতি বলেন,"কাদের নাম আছে ? আপনারা কি ইডির সঙ্গে যোগাযোগ করেছিলেন ? মনে হয় না । কারণ চার্জশিটে কারও নাম নেই । আপনাদের তদন্তে গাফিলতি আছে । ইডির কাছ থেকে তথ্য নেওয়া উচিত ছিল । আপনাদের চার্জশিটে আরও প্রভাবশালীর নাম থাকা উচিত ছিল । সারদা মামলায় এখনও নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেনও ট্রায়াল শুরু করা যায়নি । প্রচুর অর্থ লেনদেনের উল্লেখ আছে রিপোর্টে ।"

সিটের প্রধান অশ্বিন শেনভি এদিন বলেন, "ট্রায়াল নির্ভর করছে নিম্ন আদালতের উপর।" বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য্য বলেন,"চার্জ গঠন না হলে ট্রায়াল শুরু করা যাবে না । সিবিআইকে চার্জ গঠন করতে হবে । এটা সংগঠিত অপরাধ ।" এরপর বিচারপতি সিবিআই সিটের প্রধানকে বলেন, "সময় নষ্ট করবেন না । মিঃ সেনভি তাড়াতাড়ি চার্জ ফ্রেম করুন । তদন্ত রিপোর্টে দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত । দ্রুত ট্রায়াল শুরু করার উদ্যোগ নিন । রাজ্যের অর্ধ রাজনীতিবিদ, সম্পূর্ণ রাজনীতিবিদ সবাই যুক্ত রয়েছে । রাজ্যের গোয়েন্দা বিভাগ এই দুর্নীতি সম্পর্কে জানত না এটা হতে পারে না ।"

উল্লেখ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই । আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিষয় দেখছে ইডি । মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত মামলা ডিভিশন বেঞ্চকে পাঠান হলেও প্রাথমিকের মামলা এখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই রয়েছে । সেখানেই এদিন সিবিআইয়ের তরফে মুখবন্ধ খামে রিপোর্ট দেওয়া হয়েছে । রিপোর্টে তিনি অসন্তুষ্ট, একথা এদিন সাফ জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. চার ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর না হলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
  2. 2016 সালের প্রাথমিক নিয়োগের তালিকা প্যানেল কি না, জানাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ
  3. 8 ডিসেম্বরের মধ্যে ঝালদা পৌরসভায় আস্থা ভোটের নির্দেশ কলকাতা হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details