অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাজের প্রশংসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কলকাতা, 29 এপ্রিল: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ নিয়োগ দুর্নীতি মামলায় তিনি যা করেছেন, তা প্রশংসনীয় বলে মন্তব্য করলেন শুভেন্দু ৷ তবে, সুপ্রিম কোর্টের রায়কে তিনি সম্মান করেন ৷ তাই সে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷ শনিবার রেড রোডে বিদেপির প্রতিবাদ কর্মসূচি ছিল ৷ ঈদের দিন রেড রোডে নমাজের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ভাষণের প্রতিবাদে এ দিন বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় ৷
উল্লেখ্য, শুক্রবার সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ৷ সেখানে আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘‘একজন বিচারপতি যখন তাঁর বিচারাধীন মামলা নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন, তখন তিনি সেই মামলা শোনার অধিকার হারিয়েছেন ৷’’ যার পরেই কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির দুটি মামলা থেকে অপসারিত করতে ৷ সেই মামলাগুলি অন্য কোনও বিচারপতির বেঞ্চে স্থানান্তর করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
অন্যদিকে, গতকাল আদালত থেকে বেরনোর সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁকে দমিয়ে রাখা যাবে না ৷ এ নিয়ে আজ রেড রোডে বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে কোনও মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, সংবিধানের অন্যতম স্তম্ভ বিচারব্যবস্থা ৷ তাই সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷
আরও পড়ুন:'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিয়ো', রাতে হাইকোর্ট থেকে বেরিয়ে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
তবে, নিয়োগ দুর্নীতি মামলার শুনানি নিয়ে শুভেন্দু বলেন, ‘‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতদিন যে সব নির্দেশ দিয়েছিলেন, মামলার এজলাস বদল হলেও, শুনানিতে তার প্রভাব পড়বে না ৷ কারণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সব রায় দিয়েছিলেন তা মামলাকারী এবং কমিশনের পেশ করা নথির উপর ভিত্তি করে ৷’’ শুভেন্দুর মতে, বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের চাকরি বাতিল করেননি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি-র পেশ করা রিপোর্টের ভিত্তিতে চাকরি বাতিল করেছেন ৷ আর মামলাকারী এবং তদন্তকারী সংস্থার হাতেও সব নথি রয়েছে বলে এ দিন রেড রোড থেকে মন্তব্য করেন শুভেন্দু ৷