পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Abhijit Gangopadhyay: মানিক ভট্টাচার্যের মামলা এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি, সিবিআই-কে বললেন ক্ষুব্ধ বিচারপতি

মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) করা মামলা সিবিআই (CBI)-এর এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি ! কোন প্রসঙ্গে বুধবার এমন পর্যবেক্ষণ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ?

Justice Abhijit Gangopadhyay express concern over case filed in Supreme Court by Manik Bhattacharya
Justice Abhijit Gangopadhyay: মানিক ভট্টাচার্যের মামলা এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি, সিবিআই-কে বললেন ক্ষুব্ধ বিচারপতি

By

Published : Nov 23, 2022, 1:38 PM IST

Updated : Nov 23, 2022, 2:55 PM IST

কলকাতা, 23 নভেম্বর:শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (WB Teacher Recruitment Scam) অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) সুপ্রিম কোর্টে (Supreme Court) যে মামলা রুজু করেছেন, তার শুনানি পর্বে সিবিআই (CBI)-এর পক্ষ থেকে কোনও আইনজীবী হাজির না-থাকায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ বুধবার কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য ওঠে ৷ সেই শুনানি পর্বেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, সুপ্রিম কোর্টে মানিক যে মামলা রুজু করেছেন, সেই মামলার শুনানিতে সিবিআই-এর কোনও কৌশলী উপস্থিত ছিলেন না । এই তথ্য জানার পরই ক্ষোভের সুরে মহামান্য বিচারপতি বলেন, "বিষয়টি এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি আপনাদের ৷ আপনার সিবিআই-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান ৷ তাঁদের বলুন, শীর্ষ আদালতে পরবর্তী সময়ে যে শুনানি হবে, সেখানে যেন অবশ্যই সিবিআই-এর আইনজীবীরা উপস্থিত থাকেন ৷"

প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতির তদন্তে নিযুক্ত সিবিআই একটি বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) বা সিট (SIT) গঠন করেছে ৷ সম্প্রতি সেই দলের 'মাথা' বদলের নির্দেশ দেয় আদালত ৷ দায়িত্ব দেওয়া হয় অশ্বিনী সিংভিকে (Ashwini Singhvi) ৷ সেই প্রক্রিয়া কত দূর এগোল, এদিন তা নিয়েই কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দেন সিবিআই-এর আইনজীবী ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আদালতের নির্দেশ অনুসারে ইতিমধ্য়েই তদন্ত পরিচালনার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন অশ্বিনী ৷

আরও পড়ুন:চতুর্থবার হাজিরায় এসে বিস্ফোরক মানিক-'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলের

অন্যদিকে, আদালতের নির্দেশেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি পদ থেকে অপসারিত হতে হয়েছে মানিক ভট্টাচার্যকে ৷ কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মানিক ৷ গত 14 নভেম্বর সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হয় ৷ কিন্তু, সেই শুনানিতে সিবিআই-এর কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না ৷ এদিন সেই তথ্য সিবিআই-এর তরফ থেকে আদালতকে জানানো হয় ৷ প্রসঙ্গত, মানিককে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই ৷ তাঁর রায় চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন মানিক ৷ সিবিআই সেই মামলা 'হালকাভাবে' নেওয়ায় ক্ষোভ উগড়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

Last Updated : Nov 23, 2022, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details