কলকাতা, 3 মার্চ: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) এবার গ্রুপ সি স্তরের চাকরিপ্রার্থীদের 3 হাজার 478টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay directs to post OMR Sheet) ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ওএমআর শিটগুলিতে নম্বরের কারচুপি করা হয়েছিল ৷ সেই কারণেই এই ওএমআর শিটগুলি প্রকাশ্যে আনার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷ আগামী 9 মার্চের মধ্য়ে কমিশনকে এই নির্দেশ পালন করতে হবে ৷ একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ, সেই সময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান পদে থাকা সুবীরেশ ভট্টাচার্যকে আরও জেরা হোক ৷ যাতে দুর্নীতিতে প্রকৃত দোষীদের প্রকাশ্যে আনা সহজ হয় ৷
উল্লেখ্য, বাংলার নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে 3 হাজার 478টি ওএমআর শিট উদ্ধার করে সিবিআই ৷ পরবর্তীতে দেখা যায়, নাইসা নামক সংস্থার সার্ভার থেকে এসএসসির গ্রুপ সি স্তরের নিয়োগ পরীক্ষার যে উত্তরপত্র বা ওএমআর শিট মিলেছে, তার সঙ্গে এসএসসির ওয়েবসাইটে থাকা ওএমআর শিটের প্রাপ্ত নম্বরে বিস্তর ফারাক রয়েছে ৷ যেমন- নাইসার সার্ভারে কোনও ওএমআর শিটে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর 40 হলে এসএসসির ওয়েবসাইটে সেই একই ওএমআর শিটের প্রাপ্ত নম্বর লেখা রয়েছে 10 !