পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: কমিশনের ওয়েবসাইটে অবিলম্বে 100টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতির - এসএসসি

স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) বা এসএসসি (SSC)-কে কঠোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় অবিলম্বে 100টি ওএমআর শিট (OMR Sheet) সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন তিনি ৷

Justice Abhijit Gangopadhyay directs to post 100 OMR Sheet on SSC Website in Recruitment Scam
প্রতীকী ছবি ৷

By

Published : Dec 21, 2022, 8:29 PM IST

কঠোর হাইকোর্ট ৷

কলকাতা, 21 ডিসেম্বর: স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) বা এসএসসি (SSC)-এর গ্রুপ-ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, এবার সেই মামলাতেও কঠোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI) আদালতকে জানিয়েছে, এক্ষেত্রে মোট 2 হাজার 823টি ওএমআর শিটে (OMR Sheet) নম্বর জালিয়াতি করা হয়েছে বলে তারা জানতে পেরেছে ৷ এর মধ্য়ে 100টি ওমএমআর শিট অবিলম্বে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ পাশাপাশি, বুধবারের শুনানিতে এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-কেও যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি ৷

উল্লেখ্য, এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, গ্রুপ-ডি কর্মী নিয়োগে কীভাবে ওএমআর শিটে কারচুপি করা হয়েছে, তা সিবিআইকে খতিয়ে দেখতে হবে ৷ আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই 2 হাজার 823টি ওএমআর শিটে গরমিলের বিষয়টি সামনে আসে ৷ তথ্য বলছে, পরীক্ষায় সময় অনেক চাকরিপ্রার্থীই ফাঁকা ওএমআর শিট জমা করেছেন ৷ সেই অনুসারে, তাঁদের প্রাপ্ত নম্বর হয়, 0 (শূন্য) ৷ কিন্তু পরে সেই নম্বর বেড়ে হয়ে গিয়েছে 43 ! এমন ভূরি ভূরি ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন:নবম-দশমে 183 বেআইনি সুপারিশ প্রাপকের তালিকা 24 ঘণ্টার মধ্যে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, এক্ষেত্রে 100টি ওএমআর শিটের তথ্য নমুনা হিসাবে তুলে ধরা হয়েছিল ৷ তার মধ্য়ে 50টি মেধাতালিকাভুক্ত এবং বাকি 50টি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ৷ আপাতত এই 100টি ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ পাশাপাশি, আগামী 10 দিনের মধ্যে বাকি মার্কশিটগুলিও সিবিআইকে স্কুল সার্ভিস কমিশন এবং মামলাকারীদের আইনজীবীর হাতে তুলে দিতে হবে ৷ তিনপক্ষ সমস্ত তথ্য যাচাই করে দেখার পর আদালতে এই বিষয়ে নিজেদের রিপোর্ট পেশ করবে ৷

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম এই প্রসঙ্গে আরও জানান, "এই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ কারণ, এই কারচুপি এমনি এমনি হয়নি ৷ টাকার বিনিময়ে হয়েছে ৷ আর্থিক সেই লেনদেনের বিষয়টিই খতিয়ে দেখবে ইডি ৷"

ABOUT THE AUTHOR

...view details