কলকাতা, 26 জানুয়ারি:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা (Mamata Banerjee Poem) নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Gangopadhyay Criticises CM Poem) কটাক্ষ ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ । গতকাল সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রান্থাগারের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে নাম না করে মুখ্যমন্ত্রীর কবিতা নিয়ে কটাক্ষ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তারই জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷
বুধবার বক্তব্য রাখতে উঠে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে ? আমার মনে হয় কেউ পড়বে না ।" যদিও এই বক্তব্য রাখার সময় তিনি একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি । কিন্তু কবিতার লাইন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে বিচারপতির নিশানায় আসলে কে রয়েছেন !
প্রসঙ্গত, বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । যা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে । যতদূর জানা গিয়েছে, এই সরকার পোষিত গ্রন্থাগারে গিয়ে সেখানকার বইয়ের সিলেকশন নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এই বিচারপতি । তিনি বলেন, "আমাকে মার্জনা করবেন এইসব শব্দ ব্যবহারের জন্য । যে এত অখাদ্য পুস্তক বিভিন্ন লাইব্রেরিতে সরবরাহ করা হচ্ছে যে সেগুলো কোনও মনুষ্য শাবক, মনুষ্য সন্তান পড়তে চাইবে না । একেবারে পরিকল্পিতভাবে কিছু অখাদ্য পুস্তক সেখানে সরবরাহ করা হয়, কিনতে বাধ্য করা হয় । সেটা মানুষ পড়তে চায় না । এই বই কিনলে তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না । এই ধরনের বই সরবরাহ হলে, উইপোকা ছাড়া কারও সুবিধা হবে না ।"