কলকাতা, 27 জুলাই: মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক না ভুল এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । 23 অগস্টের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay asked for Madrasah Commission examination report of forgetting the questions and answers)৷
মামলার আইনজীবী আলি আহসান আলমগীর জানান, 2013 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন শারীরশিক্ষা বিষয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে । কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় সেই পরীক্ষা শেষ পর্যন্ত নেওয়া হয় 2021 সালের জানুয়ারি মাসে এবং অগস্টে তার ফল প্রকাশিত হয় । পরীক্ষায় অন্তত পাঁচটি প্রশ্ন ও উত্তরে গণ্ডগোল রয়েছে । বেশ কিছু প্রার্থী আরটিআই করে জানতে পারেন 2-3 নম্বর কম থাকায় তাঁরা অকৃতকার্য হয়েছেন । কিন্তু যদি মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ভুল সংশোধন করে তাহলে ঐ প্রার্থীরা সুযোগ পেতে পারেন। তাই এরপরই জিয়ারুল হক-সহ আরও বেশ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয় ।
আরও পড়ুন :মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ 70 হাজার টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের