পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'নতুন বছরের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলে আসুন এজলাসে', আইনজীবীদের আবেদন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - Calcutta High Court

Justice Abhijit Gangopadhyay: বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা তাঁর এজলাস বয়কট করেছেন ৷ তারই প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নতুন বছরের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলে আইনজীবীদরা যেন এজলাসে যান ৷

Justice Abhijit Gangopadhyay
আইনজীবীদের আবেদন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 2:50 PM IST

Updated : Dec 21, 2023, 2:58 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষেপে গিয়ে তাঁর এজলাস বয়কটের ডাক দিয়েছেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা ৷ তাঁদের মান ভাঙাতে আবেগী আবেদন রাখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ আইনজীবীদের প্রতি তাঁর আবেদন, "নতুন বছরের দিকে তাকিয়ে মান অভিমান ভুলে যান, সবাই আসুন এজলাসে ৷"

মামলার সওয়াল করতে গিয়ে হেসে ফেলেছিলেন আইনজীবী । ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন । পরে অবশ্য সেই নির্দেশ প্র‍্যত্যাহারও করে নেন তিনি । কিন্তু জল গড়িয়ে যায় অনেকটা । বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা ঠিক করেন, আজ সকাল থেকেই বয়কট করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস । তাই সমস্যা মেটাতে নিজেই বারের আইনজীবীদের সঙ্গে কথা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

তবে বারের দাবি মতো সরাসরি ক্ষমা চাননি তিনি । তিনি হাইকোর্টের দুই নম্বর বারে, যেখানে আইনজীবী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বসেন, সেখানে গিয়ে বলেন, "আমি ওই প্রসেনজিৎকে খুব ভালোবাসি । আমায় ও খুবই ভালোবাসে । তাই হেসে ফেলেছিল । নতুন বছরের দিকে তাকিয়ে মান অভিমান ভুলে আমরা এগিয়ে যাই । সবাই এজলাসে আসুন । সকলের মঙ্গল কামনা করে ।"

এ দিন সকালেই কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করেন আইনজীবীরা । তাই আজ অধিকাংশ আইনজীবী সওয়ালের সময় অনুপস্থিত ছিলেন তাঁর এজলাসে । তবে আবেদনকারীরা নিজে সওয়াল করলে সে ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলার শুনানি গ্রহণ করেছেন ।

বিচারপতি জানান, সব পক্ষ উপস্থিত না থাকলে তিনি কোনও মামলার নির্দেশিকা জারি করবেন না । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে জানান, আজ বেলা দেড়টা নাগাদ তিনি কলকাতা হাইকোর্টের দুই নম্বর বারে যাবেন আইনজীবীদের সঙ্গে কথা বলতে । তিনি আইনজীবীদের অনুরোধ করবেন, সব আইনজীবীরা তাঁর এজলাসে যেন আসেন মামলা করতে । তবে তিনি কোনও দুঃখ প্রকাশ করবেন না । আইনজীবীদের বুঝিয়ে বলবেন । সেই মতোই বারে গিয়ে সব মিটিয়ে নেওয়ার আর্জি জানালেন তিনি ।

উল্লেখ্য, গত 18 ডিসেম্বর মামলার শুনানির সময় কথা বলতে বলতে হেসে ফেলেছিলেন আইনজীবী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ তাতে বেজায় চটে গিয়ে রাগে ফেটে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি এতটাই ক্ষুব্ধ হন যে, ওই আইনজীবীকে শেষ পর্যন্ত হাইকোর্টের শেরিফের জেল হেফাজতে পাঠিয়ে দেন ।

আরও পড়ুন:

  1. শুনানির সময় হাসি! আইনজীবীকে জেলে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
  2. বছর শেষে ফিরে দেখা 2023 সালে সুপ্রিম কোর্টের 10 গুরুত্বপূর্ণ রায়
  3. 'নির্দেশ পালন করার ইচ্ছা আছে নাকি?', সমবায় দুর্নীতির মামলায় মুখসচিবকে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Last Updated : Dec 21, 2023, 2:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details