পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC on Teacher Transfer: শিক্ষিকা-বদলির আবেদনে ভুল রিপোর্ট! জেলা স্কুল পরিদর্শককে অপসারণের নির্দেশ বিচারপতির - বনানী ঘোষ

প্রাথমিক শিক্ষিকার বদলির আবেদনের মামলায় ভুল রিপোর্ট দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক ৷ তাই জেলা স্কুল পরিদর্শকে অপসারণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:22 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের এক শিক্ষিকার বদলির আবেদনের বিষয়ে আদালতে রিপোর্ট দাখিল করেছিলেন ডিআই বা জেলা স্কুল পরিদর্শক ৷ মঙ্গলবার সেই রিপোর্ট দেখে ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি তাঁর কাজের অযোগ্য বলে উল্লেখ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ৷ পাশাপাশি ওই ডিআই বা জেলা স্কুল পরিদর্শককে অপসারণের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

এদিন সকালে বিচারপতি শিক্ষা দফতরের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন, দু'সপ্তাহের মধ্যে ওই জেলা স্কুল পরিদর্শক বা ডিআইকে অপসারণ করতে হবে ৷ বিচারপতির পর্যবেক্ষণ, ডিআই যে কাজ করেছেন, তা আদালত ভালো চোখে দেখছে না ৷ ডিআই পদ ছেড়ে তিনি অন্য দফতরে চাকরি করতে পারেন ৷ তবে এই ডিআই পদে চাকরি করার যোগ্য তিনি নন ৷

এই নির্দেশের সঙ্গেই এদিন মামলাকারীর স্কুল বদলির নির্দেশও দিয়েছে আদালত ৷ তিন সপ্তাহের মধ্যে মামলাকারীকে তাঁর বাড়ির কাছের কোনও স্কুলে বদলি করতে হবে ৷ 5 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি ৷ সেদিন রাজ্যকে রিপোর্ট জমা দিয়ে নির্দেশ কার্যকরের বিষয়টি আদালতে জানাতে হবে ৷

শিক্ষিকা বনানী ঘোষের বাড়ি নদিয়ায় ৷ তিনি মুর্শিদাবাদের বালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ৷ এদিকে তাঁর সন্তান জটিল রোগে আক্রান্ত ৷ স্বামী 60% বিশেষভাবে সক্ষম ৷ এই পরিস্থিতিতে নদিয়ায় বাড়ির কাছে কোনও স্কুলে বদলি করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক শিক্ষিকা ৷ এর আগে 2022 সালে সন্তানের অসুস্থতার কারণে বদলির আবেদন জানিয়েছিলেন তিনি ৷ তখন তাঁর আবেদন মঞ্জুর করেননি জেলা স্কুল পরিদর্শক ৷ এরপর কলকাতা হাইকোর্টে আবেদন জানান বনানী ঘোষ ৷

এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট স্কুলে কতজন শিক্ষক আছেন, তা জানতে চেয়ে ডিআই-এর রিপোর্ট তলব করেন ৷ জেলা স্কুল পরিদর্শক তাঁর দেওয়া রিপোর্টে স্থায়ী শিক্ষকের সঙ্গে পার্শ্বশিক্ষকদের সংখ্যা যোগ করে রিপোর্ট দেন ৷ অন্য একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বদলির ক্ষেত্রে টিচার এবং প্যারাটিচারের সংখ্যা এক করা যাবে না ৷ কিন্তু এই মামলায় ভুল রিপোর্ট দেওয়ায় ডিআই-কে তাঁর পদ থেকে অপসারণের নির্দেশ দিল আদালত ৷

আরও পড়ুন: পাড়ায় সমাধানের মাধ্যমে 87 শিক্ষকের বদলি কীভাবে ? রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details