কৃষ্ণনগর, 26 ডিসেম্বর :রাজ্যে ফের একজনের শরীরে ধরা পড়ল ওমিক্রন ৷ নদিয়ার কৃষ্ণনগরে ওমিক্রনে (Omicron in Nadia) আক্রান্ত হলেন কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা এক জুনিয়র ডাক্তার (junior doctor tests positive for omicron)। তিনি কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক ।
সূত্রের খবর, গত 19 ডিসেম্বর কলকাতার মেডিক্যাল কলেজে তাঁর ব়্যাপিড টেস্ট করানো হলে সেখানে রিপোর্ট নেগেটিভ আসে । আবার পরের দিনই তাঁর আরটি-পিসিআর করা হয় । একদিন পর সেই রিপোর্ট পজিটিভ আসে । তখন থেকেই ওই জুনিয়র ডাক্তারকে (junior doctor from Nadia tests positive for covid variant omicron) কৃষ্ণনগরের বাড়িতে আইসোলেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয় ।
আরও পড়ুন:Alipore Zoo in Christmas : ওমিক্রন আতঙ্ক দুরে রেখে বড়দিনে মাতল চিড়িয়াখানা
পরিবার সূত্রে খবর, গত 10 দিন হোম কোয়ারান্টিনে থাকার মধ্যেই শুক্রবার নদিয়া জেলার স্বাস্থ্য দফতর থেকে ফোন আসে এবং জানানো হয় ওই জুনিয়র ডাক্তার ওমিক্রনে (Omicron in India) আক্রান্ত হয়েছেন । তারপরই নদিয়া জেলা স্বাস্থ্য দফতরের তরফ থেকে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয় ।
আরও পড়ুন:Omicron in India : সতর্ক না হলে আগামী দু’মাসে দেশে ওমিক্রনে আক্রান্ত হবেন 10 লক্ষ, দাবি বিশেষজ্ঞদের
ওই জুনিয়র ডাক্তারের পরিবারের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয় ৷ নদিয়া জেলার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, তাঁঁর মায়ের রিপোর্ট পজিটিভ হওয়ার কারণে তাঁকে কল্যাণী কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে । তবে তাঁর বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে । নদিয়া জেলায় প্রথম ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে কৃষ্ণনগর শহর-সহ নদিয়া জেলায় ।
আরও পড়ুন :Night curfew imposed in UP: ওমিক্রন রুখতে নাইট কার্ফু উত্তরপ্রদেশে, কড়াকড়ি বিয়ের অনুষ্ঠানেও