কলকাতা, 16 সেপ্টেম্বর: আবারও কলকাতার এক হাসপাতালে জুনিয়র চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু । হোস্টেলের চারতলা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ । মৃতের নাম দিব্যেন্দু সর্দার (23) । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন ওই জুনিয়র চিকিৎসক ।
ন্যাশনাল মেডিকেলে জুনিয়র চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার - কলকাতা
আজ সকালে তাঁর বন্ধুরা দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ করেও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন । এরপরেই তাঁরা লক্ষ্য করেন হোস্টেলের চারতলায় দিব্যেন্দুর ঘর ভেতর থেকে বন্ধ ।
জানা গিয়েছে, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বেনিয়াপুকুর লেনের হোস্টেলের চারতলায় থাকতেন দিব্যেন্দু সর্দার । তিনি চতুর্থ বর্ষের পড়ুয়া । বাড়ি দক্ষিণ 24 পরগনার গোসাবা এলাকায় । আজ সকালে তাঁর বন্ধুরা দীর্ঘক্ষণ ফোনে যোগাযোগ করেও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন । এরপরেই তাঁরা লক্ষ্য করেন হোস্টেলের চারতলার দিব্যেন্দুর ঘর ভেতর থেকে বন্ধ । এরপর খবর দেওয়া হয় পুলিশে । ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ । সেখান থেকে দেহ নামিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করেন ।
জানা গিয়েছে, কিছুদিন আগে ওই জুনিয়র চিকিৎসকের এক ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যু হয়। সেই মৃত্যু তিনি মেনে নিতে পারেননি । পাশাপাশি পড়াশুনা সংক্রান্ত কারণে তিনি অবসাদ ভুগছিলেন বলে মনে করা হচ্ছে । সেই কারণেই ওই জুনিয়র চিকিৎসক আত্মহত্যা করলেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।