কলকাতা, 9 মার্চ:আদালতে তলব করার সত্ত্বেও উপস্থিত ছিলেন না স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা । বিষয়টির সত্যতা যাচাই করতে তাঁর চিকিৎসককে আদালতে তলব করলেন বিচারপতি (Judge Seeks Ask Ssc Former Advisers To Be Presence At Court) ।
স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় 6 জন অঙ্কের শিক্ষককে বেআইনি নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য ও পূর্বতন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । কিন্তু অন্যান্যরা হাজির থাকলেও স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন । তিনি জানিয়েছিলেন, দেবাশিস রায় নামের এক ডাক্তার তাঁকে দেখছেন । তাই তিনি হাজির হতে পারেননি । শান্তি প্রসাদ সিনহার আইনজীবী একথা জানান আদালতকে । সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন ডাক্তারকে ইমেল পাঠাতে ।
আরও পড়ুন:HC Orders on SSC Recruitment : স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
আগামিকাল সকাল 10.30 মিনিটে তাঁকে আদালতে হাজির হতে হবে । আদালতে অনুপস্থিত থাকলে আদালত ব্যাবস্থা নেবে । এমনকী মোবাইল ফোনেও তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । যদি দেখা যায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার শরীর অত্যন্ত খারাপ তাহলে তাঁকে প্রয়োজনেও অ্যাম্বুলেন্সে করেও আনতে হবে বলে উল্লেখ করেন বিচারপতি ।
প্রসঙ্গত, মুর্শিদাবাদের 6 প্রার্থীকে অঙ্কের শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । অভিযোগ, এদের প্রত্যেকের নাম ছিল মেধাতালিকার নিচের দিকে । তা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয় । তাঁদের মধ্যে তিনজন আদালতে হাজির হয়ে জানিয়েছেন তাঁদের নাম সুপারিশ করা হলেও ওই চাকরিতে যোগ দেননি । কেউ প্রাথমিক স্কুলে, কেউ বেসরকারি কলেজে কাজ করছেন ।
অন্যদিকে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্রাচার্য ও ফিরদৌস সামিম আজ আবার বলেন, "স্কুল সার্ভিস কমিশন অস্বীকার করলেও ভিতরের উচ্চপদস্থ আধিকারিকরা যুক্ত না-থাকলে এই ভাবে সুপারিশ পত্র বের করা যায় না । এর যথাযথ তদন্ত হলেই সত্য বাইরে প্রকাশ পাবে ।" আগামিকাল সকালে ফের এই মামলার শুনানি ।