পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Juan Ferrando Upset: পিছিয়ে গেল ডুরান্ডের ডার্বি, না-খুশ বাগানের হেডস্যর - Juan Ferrando Upset

এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ সরকারিভাবে শনিবার বিকেলে দলবল নিয়ে অনুশীলনে নামলেন । মোহনবাগান মাঠে তাদের অনুশীলন দেখতে ভিড় ছিল নজরকাড়া । দলের তিন নতুন বিদেশি ছাড়া বাকিরা সকলেই অনুশীলনে । বিশ্বখ্যাত ফুটবলার পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবা রবিবার সকালেই শহরে পা দিয়েছেন (Juan Ferrando upset about Durand cup schedule) । এদিন বিকেলে অনুশীলনে যোগ দেবেন ।

Juan Ferrando news
ডার্বি পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ জুয়ান ফেরান্দো

By

Published : Jul 31, 2022, 12:50 PM IST

Updated : Jul 31, 2022, 2:06 PM IST

কলকাতা, 31 জুলাই: ডুরান্ড কাপের সূচি বদলে ক্ষুব্ধ অসন্তুষ্ট জুয়ান ফেরান্দো (Juan Ferrando upset about Durand cup schedule )। এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ সরকারিভাবে শনিবার বিকেলে দলবল নিয়ে অনুশীলনে নামলেন । মোহনবাগান মাঠে তাদের অনুশীলন দেখতে ভিড় ছিল নজরকাড়া । দলের তিন নতুন বিদেশি ছাড়া বাকিরা সকলেই অনুশীলনে । বিশ্বখ্যাত ফুটবলার পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবা রবিবার সকালে শহরে পা দিয়েছেন । এদিন বিকেলেই অনুশীলনে যোগ দেবেন তিনি । দলের বাকি দুই নতুন বিদেশির যোগদানে কয়েকদিন দেরি রয়েছে বলে জানানো হয়েছে ।

প্রায় ঘণ্টা দেড়েকের অনুশীলনের শেষে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ডুরান্ডের সূচি পরিবর্তনে বিরক্ত । "এইরকম এখানেই সম্ভব । আপনি একটা পরিকল্পনা নিয়ে সবকিছু ঠিক করলেন তারপর সবকিছু বদলে গেল । চিন্তা করুন আপনি চ্যাম্পিয়ন্স লিগের জন্য তৈরি হলেন তারপর উয়েফা বলল হবে না । তাহলে কেমন হয়! আমি ডুরান্ড কাপের প্রতিযোগিতাকে সম্মান করি । সেভাবেই পরিকল্পনা সাজিয়েছিলাম । এখন তা হবে না । এটা খুব খারাপ ৷" ক্ষুব্ধ শোনায় সবুজ-মেরুন হেডস্যরের গলা । 16 অগস্ট ডার্বি দিয়ে ডুরান্ড কাপের বল গড়ানোর কথা ছিল । কিন্তু প্রতিপক্ষ ইস্টবেঙ্গল দল গঠন সম্পূর্ন না হওয়া এবং অনুশীলন শুরু করতে না পারার কারণকে সামনে রেখে ডুরান্ড ডার্বি 16 অগস্ট খেলতে নারাজ ।

ডার্বি পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ জুয়ান ফেরান্দো

আরও পড়ুন: এটিকে মোহনবাগানে বিশ্বস্ত স্ট্রাইকারের খোঁজে কোচ জুয়ান ফেরান্দো

পরিবর্তিত সূচীতে ডার্বি এখন 28 অগস্ট । ডুরান্ড কাপকে গুরুত্ব দিলেও মরশুমের বাকি টুর্নামেন্টগুলিতে সাফল্য পাখির চোখ তা বুঝিয়ে দিয়েছেন জুয়ান ফেরান্দো । বিশেষ করে এএফসি কাপ সেমিফাইনালের গণ্ডি পেরোনো তাঁর বিশেষ গুরুত্বের তালিকায় রয়েছে । আইএসএলে সাফল্যকেও গুরুত্ব দিচ্ছেন । তবে ধাপে ধাপে এগোনোর কথা তাঁর মুখে । শেষ মরশুমে দলের দায়িত্ব নিয়েছিলেন মাঝপথে । নতুন বছরে নিজের মতো করে দল গুছিয়েছেন । অন্য দলগুলি যখন বিদেশি স্ট্রাইকারে আক্রমণ সাজাচ্ছে, তখন মোহনবাগানে সেভাবে বড় নাম নেই । বিষয়টি যে তাঁর পরিকল্পনার অঙ্গ এবং তিনি যে হুগো বুমোস, জনি কাউকো-সহ দলের তিন বিদেশির ওপরে নির্ভর করছেন তার ইঙ্গিত দিয়ে রাখলেন ।

Last Updated : Jul 31, 2022, 2:06 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details