কলকাতা, 22 অক্টোবর: পঠনপাঠন ছাড়া আর অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই পরিষেবা। বিশ্ববিদ্যালয়ের বিনামূল্যের ওয়াই-ফাই পরিষেবার পাসওয়ার্ড পেতে ছাত্র-ছাত্রীদের মুচলেখা দিয়ে জানাতে হবে যে তাঁরা ইন্টারনেট ব্যবহার করবেন শুধুমাত্র পঠন-পাঠনের কাজেই। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কোভিডের কারণে আজ প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। চলছে অনলাইন ক্লাস। তবে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চালু রয়েছে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ের দুস্থ পড়ুয়াদের যাতে অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় তাই এই ফ্রি ইন্টারনেট পরিষেবা। কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বাস্তবে নাকি দেখা যাচ্ছে যে বিনামূল্যে এই পরিষেবা পেয়ে চলছে দেদার সিনেমা ডাউনলোড, ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখা, অনলাইন গেম খেলা এমনকি নীল ছবি দেখার মত অকাজও ৷