পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের ডাকার ক্ষেত্রে কঠোর হচ্ছে যাদবপুর

রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের ডাকা নিয়ে কঠোর হওয়ার চিন্তাভাবনা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

বাবুল

By

Published : Sep 23, 2019, 8:02 PM IST

Updated : Sep 23, 2019, 8:21 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়র ঘটনা থেকে শিক্ষা নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চাপানোর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ একথা জানান সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ৷

বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পলও ৷ তখন SFI ও কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ "গো ব্যাক স্লোগান" তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে বাবুলকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ যাদবপুরের কলা বিভাগের ইউনিয়ন রুমে ভাঙচুর চালানো হয় ৷ সেই ঘটনার পর চারদিন কেটে গেলেও বিশ্ববিদ্যালয় চত্বরে এখনও উত্তেজনা রয়েছে ৷ তাই এবার রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

বিক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের

এই সংক্রান্ত আরও খবর :যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

আজ চিরঞ্জীববাবু বলেন, "এটা আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি । কারণ কোনও নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কোনও সভা বা সেমিনার করার চেষ্টা করে যেখানে কোনও সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিছুটা বিধিনিষেধ কার্যকর করার কথা ভাবছি । এই ধরনের হিংসাত্মক ঘটনা ভবিষ্যতে যাতে না হয়, সেজন্য আমরা একটু ভেবেচিন্তে অনুমতি দেব ৷ এবারের ঘটনা ভীষণভাবে অনভিপ্রেত । আমরা কখনওই চাই না, এরকম ঘটনার পুনরাবৃত্তি হোক । যখন হল বুকিং করা হবে, তখন বক্তার তালিকা দেখার চেষ্টা করব আমরা ৷ সেখানে যদি নির্দিষ্ট কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন তাহলে আমরা সেটা নিয়ে চিন্তা করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর :যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড কোনও ছাত্র বা অধ্যাপক সংগঠনকে কিছুটা ছাড় দেওয়া হবে বলে জানান চিরঞ্জীববাবু ৷ তিনি বলেন, "যদি কোনও রেজিস্ট্রার্ড ইউনিয়ন বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনও অনুষ্ঠান করে বা কোনও বিশেষ উপলক্ষ্যে আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পন্ন কাউকে ডাকলাম, সেক্ষেত্রে হয়ত আমরা আর একটু নরমভাবে দেখব । সেক্ষেত্রে হয়ত অনুমতি দেওয়া হতে পারে । আমরা চাই না কোনও অনুষ্ঠানকে ঘিরে ভবিষ্যতে এরকম কোনও ঘটনা হোক ৷ এর ফলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে শিক্ষার পরিবেশ তা ভীষণভাবে প্রভাবিত হচ্ছে । তবে এটা এখন আলোচনার স্তরে রয়েছে । আমরা আরও বিস্তারিত আলোচনা করে একটি নিয়ম তৈরির চেষ্টা করব । এখনই আমরা অনুমতি দেব না, সেটা না । তব অনুমতি দেওয়ার ক্ষেত্রে একটু কঠোর হব ।"

ABVP-র অভিযান আটকাচ্ছে পুলিশ

এই সংক্রান্ত আরও খবর :"বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র

এদিকে, বৃহস্পতিবারের ঘটনায় রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ প্রাথমিক একটি রিপোর্ট তাঁকে পাঠানো হয়েছে ৷ উপাচার্য সুস্থ হওয়ার পর বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে ৷ তবে উচ্চশিক্ষা দপ্তর থেকে 48 ঘণ্টার মধ্যে যে রিপোর্ট তলব করা হয়েছিল তা এখনও পাঠানো হয়নি বলে জানান চিরঞ্জীববাবু ৷

যাদবপুর ক্যাম্পাসে পড়ুয়াদের মিছিল

এই সংক্রান্ত আরও খবর :বাবুল ও অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের যাদবপুরের 4 পড়ুয়ার

Last Updated : Sep 23, 2019, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details