কলকাতা, 23 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়র ঘটনা থেকে শিক্ষা নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চাপানোর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ একথা জানান সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ৷
বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পলও ৷ তখন SFI ও কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ "গো ব্যাক স্লোগান" তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে বাবুলকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ যাদবপুরের কলা বিভাগের ইউনিয়ন রুমে ভাঙচুর চালানো হয় ৷ সেই ঘটনার পর চারদিন কেটে গেলেও বিশ্ববিদ্যালয় চত্বরে এখনও উত্তেজনা রয়েছে ৷ তাই এবার রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এমন কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
এই সংক্রান্ত আরও খবর :যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে
আজ চিরঞ্জীববাবু বলেন, "এটা আমরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি । কারণ কোনও নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কোনও সভা বা সেমিনার করার চেষ্টা করে যেখানে কোনও সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিছুটা বিধিনিষেধ কার্যকর করার কথা ভাবছি । এই ধরনের হিংসাত্মক ঘটনা ভবিষ্যতে যাতে না হয়, সেজন্য আমরা একটু ভেবেচিন্তে অনুমতি দেব ৷ এবারের ঘটনা ভীষণভাবে অনভিপ্রেত । আমরা কখনওই চাই না, এরকম ঘটনার পুনরাবৃত্তি হোক । যখন হল বুকিং করা হবে, তখন বক্তার তালিকা দেখার চেষ্টা করব আমরা ৷ সেখানে যদি নির্দিষ্ট কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন তাহলে আমরা সেটা নিয়ে চিন্তা করব ।"