কলকাতা, 22 অগস্ট:বুধবার সকাল সাড়ে 11টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে হবে আলু ওরফে অরিত্র মজুমদারকে ৷ আগামিকাল তাঁকে হাজিরা দেওয়ার জন্য মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের তরফে এই পড়ুয়া-গবেষককে বার্তা পাঠান হয়েছে ৷ যাদবপুরের হস্টেল থেকে পড়ে প্রথমবর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই উঠে এসেছে এই আলু ওরফে অরিত্র মজুমদারের নাম ৷ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রাক্তন ছাত্র নেতা অরিত্র ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ শেষ হলেও বর্তমানে যাদবপুরেই গবেষণা করছেন তিনি ৷ বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলেও তার যাতায়াত ছিল বলে সোশাল মিডিয়ায় অনেক প্রাক্তন ও বর্তমান পড়ুয়া অভিযোগ করেছেন ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে সবথেকে চর্চিত নাম এই অরিত্র মজুমদার ৷ 9 অগস্টের ওই ঘটনার পর থেকেই তার কোনও খোঁজ মিলছিল না । অবশেষে মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান জানান অরিত্র । তবে সেই অবস্থান নিয়েই এবার উঠছে প্রশ্ন । ইতিমধ্যেই 11 তারিখের বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের একটি পাতার ছবি নেট মাধ্যমে ছড়িয়েছে ৷ যেখানে সই রয়েছে ওই পড়ুয়ার ৷ এই তথ্য ঠিক হলে ঘটনার পর 11 তারিখেও বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল অরিত্র ৷