কলকাতা, 20 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ সেই সঙ্গে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন পুরো বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ পাশাপাশি রাজ্য সরকারের উদ্দেশ্যে তাঁর বার্তা, কলকাতা হাইকোর্ট বিশ্ববিদ্যালয় এবং পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে যে নির্দেশ দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে ৷ তিনি বলেন, ‘‘কোনও পড়ুয়ার অধিকার নেই ব়্যাগিং করার ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ৷ যে ঘটনা সামনে এসেছে, তা উদ্বেগজনক এবং দুর্ভাগ্যের ৷’’
এদিন শিক্ষামন্ত্রী জানান, পুরো বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে ইউজিসি-র আধিকারিকদের কথা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়গুলিতে ব়্যাগিংয়ের বিরুদ্ধে ইউজিসি-র যে আইন রয়েছে সেই অনুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিয়েছে কি না, বা কতটা ব্যবস্থাপনা রয়েছে ? এ সব নিয়ে ইউজিসি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ রাজ্যের বিজেপি নেতা শঙ্কু পণ্ডার সঙ্গে এ নিয়ে তাঁর একাধিকবার কথা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷