পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dharmendra Pradhan on JU: 'দুর্ভাগ্যই শুধু নয়, উদ্বেগজনকও', যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কঠোর হওয়ার বার্তা ধর্মেন্দ্র প্রধানের - ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন

Union Education Minister Dharmendra Pradhan Shows Concern on Jadavpur University Incident: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসন এবং ইউজিসি-কে কঠোর হতে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ৷ কলকাতায় এসে এ দিন সংবাদ সংস্থা এএনআই-কে একথা বলেন তিনি ৷

Dharmendra Pradhan on JU ETV BHARAT
Dharmendra Pradhan on JU

By

Published : Aug 20, 2023, 1:06 PM IST

Updated : Aug 20, 2023, 5:01 PM IST

কলকাতা, 20 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ সেই সঙ্গে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন পুরো বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ পাশাপাশি রাজ্য সরকারের উদ্দেশ্যে তাঁর বার্তা, কলকাতা হাইকোর্ট বিশ্ববিদ্যালয় এবং পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে যে নির্দেশ দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে ৷ তিনি বলেন, ‘‘কোনও পড়ুয়ার অধিকার নেই ব়্যাগিং করার ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ৷ যে ঘটনা সামনে এসেছে, তা উদ্বেগজনক এবং দুর্ভাগ্যের ৷’’

এদিন শিক্ষামন্ত্রী জানান, পুরো বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে ইউজিসি-র আধিকারিকদের কথা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়গুলিতে ব়্যাগিংয়ের বিরুদ্ধে ইউজিসি-র যে আইন রয়েছে সেই অনুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিয়েছে কি না, বা কতটা ব্যবস্থাপনা রয়েছে ? এ সব নিয়ে ইউজিসি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ রাজ্যের বিজেপি নেতা শঙ্কু পণ্ডার সঙ্গে এ নিয়ে তাঁর একাধিকবার কথা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷

তিনি বলেন, ‘‘ইউজিসি-র ব়্যাগিং বিরোধী একটি আইন রয়েছে ৷ সেই আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানো, প্রথমবর্ষের পড়ুয়াদের জন্য আলাদ হস্টেলের ব্যবস্থা, নিয়মিত পড়ুয়াদের সঙ্গে কথা বলা, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফ্যাকালটি বা অধ্যাপকরা নিয়মিত পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখেন কিনা, তাঁদের সমস্যার কথা শোনেন কিনা, এমন সব বিষয়গুলি নিয়ে ইউজিসি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে ৷ কারও অধিকার নেই কোনও পড়ুয়ার ব়্যাগিং করার ৷ যে কোনও পড়ুয়ার মৃত্যু তাঁর পরিবারের কাছে অনেক বড় আঘাত ৷ সেই সঙ্গে সমাজের একটা বড় ক্ষতি ৷’’

আরও পড়ুন:রাজনৈতিক পরিচয় ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে অবাধ রাজত্ব চলত যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথমবর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টও উদ্বেগপ্রকাশ করেছে ৷ সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ কিছু নির্দেশ দিয়েছে ৷ সেই সবগুলি যাতে রাজ্য সরকার পালন করে, সেকথাও বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷

Last Updated : Aug 20, 2023, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details