পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death: যাদবপুর নিয়ে বৈঠকে ঢুকতে বাধা, রাজ্যপাল ভয় পেয়েছেন বলে দাবি ইংরেজির বিভাগীয় প্রধানের - যাদবপুর কাণ্ড

JU Professor miffed with Governor: যাদবপুর কাণ্ডে রাজ্যপালের বৈঠকে ঢুকতে পারলেন না বিশ্ববিদ্যালয়ের ইংরাজির বিভাগীয় প্রধান মনোজিৎ মণ্ডল ৷ তাঁর প্রশ্ন, রাজ্যপাল কেন ভয় পাচ্ছেন ?

JU Student Death
রাজ্যপাল ও মনোজিৎ মণ্ডল

By

Published : Aug 16, 2023, 7:46 PM IST

Updated : Aug 16, 2023, 10:59 PM IST

রাজ্যপাল ভয় পেয়েছেন বলে দাবি ইংরেজির বিভাগীয় প্রধানের

কলকাতা, 16 অগস্ট:তাঁকে বৈঠকে ডাকা হয়েছিল । নির্ধারিত সময়ে রাজভবনে গিয়েওছিলেন । কিন্তু এক ঘণ্টা অপেক্ষার পরও রাজ্যপালের সঙ্গে যাদবপুরের কোর্ট মেম্বারদের বৈঠকে ঢুকতে দেওয়া হল না ইংরেজির বিভাগীয় প্রধান মনোজিৎ মণ্ডলকে । দীর্ঘ অপেক্ষার পর রাজভবন থেকে বেরিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন তিনি ৷ তাঁকে কেন ঢুখতে দেওয়া হল না, সেই প্রশ্ন করেন অধ্যাপক ৷ তাঁর কটাক্ষ, রাজ্যপাল তাঁকে ভয় পেয়েছেন । এই কারণেই তাঁকে আজকের বৈঠকে ঢুকতে দেওয়া হল না ।

মনোজিৎ মণ্ডল বলেন, "2017 সালের আইন অনুযায়ী রাজ্য সরকারের অনুমতি ছাড়া রাজ্যপাল এ ধরনের বৈঠক ডাকতে পারেন না । সেই প্রশ্ন আজকের বৈঠকেও তুলে ধরতাম ৷ সেটা জানতে পেরেই বোধহয় আমাকে ঢুকতে দেওয়া হয়নি ৷ এত কীসের ভয় ? আমার তাঁর প্রতি করুণা হচ্ছে ৷"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মনোজিৎ মণ্ডল তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা । তিনি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান হিসেবে আজকের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি । কারণ বিভাগীয় প্রধানেরাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার । সেই সুবাদে আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন মনোজিৎ মণ্ডল । কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাঁকে ঢুকতে না দেওয়ায় প্রায় এক ঘণ্টা পর রাজভবন ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ যাওয়ার আগে তিনি সমালোচনা করেন রাজ্যপালের ৷

আরও পড়ুন:যাদবপুর কাণ্ডে ধৃত 6 জনের 12 দিনের পুলিশি হেফাজত

এ দিকে, যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় তদন্ত এবং তাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সমস্যা উঠে এসেছে সে বিষয়ে আলোচনা ও সমাধানের জন্য আজ বৈঠকে বসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এ দিন বিকেল পাঁচটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা রাজভবনে প্রবেশ করেন ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত সেই বৈঠক চলছে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Aug 16, 2023, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details