পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট শেষে যাদবপুরে উড়ল লাল আবির, ইঞ্জিনিয়ারিংয়ে জোর টক্কর ABVP-র - সায়েন্স ফ‍্যাকাল্টিতে জিতল WTI

তিন বছর পর ছাত্রভোট হল যাদবপুরে । ফলাফল শেষে লাল আবিরে ঢাকল যাদবপুরের আকাশ ।

JU student union vote
ছাত্রভোটের ফলাফল

By

Published : Feb 20, 2020, 9:40 PM IST

Updated : Feb 21, 2020, 1:18 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি : গণনা শুরুর মুহূর্ত থেকেই পাল্লা ভারী কার দিকে, সেদিকেই নজর ছিল পড়ুয়াদের । মূলত ABVP মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই এই প্রশ্ন উঠছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসে‌ । অন্ধকার নামতেই স্পষ্ট হল ছাত্রভোটের ফলাফল । লাল রঙা আবিরে ঢাকল যাদবপুরের আকাশ । রেকর্ড ভোটে জয়ী DSF বহু বছরের প্রথা বজায় রেখে ইঞ্জিনিয়ারিং বিভাগের স্টুডেন্ট ইউনিয়ন দখল করল আবারও । প্রথা বজায় রেখে এবারও বিজ্ঞান বিভাগে জিতল WTI । আর গতবারের মতো কলা বিভাগের গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতেই বাতাসে উড়ল লাল আবির । কারণ, এবারও জয়ী SFI ।

আজ প্রথম গণনা হয় বিজ্ঞান বিভাগের । 1992 সাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদে ক্ষমতায় ছিল উই দা ইন্ডিপেন্ডেন্ট (WTI) । তিন বছর ছাত্র নির্বাচন না হওয়ায় এই বছর লড়াইটা একটু কঠিন ছিল বলে অকপট স্বীকারোক্তি WTI প্রার্থীদের । তবুও 24 বছরের প্রথা বজায় রেখে এই বছরও জিতেছে তারাই । সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক(দিন), সহ-সাধারণ সম্পাদক (সান্ধ‍্য), এই চারটি পদেই জয়ী হয়েছেন WTI-এর প্রার্থীরা ।

বিজ্ঞান বিভাগে এই বছর মোট ভোটার সংখ্যা ছিল 1 হাজার 640 । ভোট দেন 1 হাজার 315 জন । সভাপতি পদে জয়ী জ‍্যোতির্ময় বিশ্বাস 1 হাজার 13টি ভোট পেয়েছেন । সাধারণ সম্পাদক পদে জয়ী প্রার্থী কৃষ্ণেন্দু কুণ্ডুর প্রাপ্ত ভোট 1হাজার 1 টি । সহ সাধারণ সম্পাদক (দিন) পদে জয়ী সাগ্নিক ভট্টাচার্যের প্রাপ্ত ভোট 906টি এবং সহ সাধারণ সম্পাদক (সান্ধ্য) পদে জয়ী প্রার্থী রিয়াম্ভিতা মণ্ডল 112টি ভোট পেয়ে জয়ী হয়েছেন । SFI বিজ্ঞান বিভাগে শেষবার জিতেছিল 1995 সালে । এই বছরও প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও জিততে পারেনি SFI । তবে, শেষ ছাত্রভোটের তুলনায় এবারের তাদের প্রাপ্ত ভোটের সংখ‍্যা বেড়েছে বলে জানিয়েছে তারা ।



ইঞ্জিনিয়ারিং বিভাগে গণনার শুরু থেকেই বিপুল ভোটে এগিয়ে ছিল ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট (DSF) । শুরু থেকেই দ্বিতীয় স্থানে ছিল ABVP । এই বছরই প্রথম ইঞ্জিনিয়ারিং ও কলা বিভাগের সবকটি প্রধান পদেই প্রার্থী দিয়েছিল ABVP । তবে, যাদবপুরে ABVP-র উত্থান হলেও শেষ পর্যন্ত 1977 সাল থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের ক্ষমতায় থাকা DSF-ই জয়ী হয় । ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচটি প্রধান পদেই জয়ী হয়েছে তারা । সভাপতি পদে মোট ভোট পড়েছিল 4 হাজার 247টি । তার মধ্যে 3 হাজার 304টি ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন DSF-এর অরিত্র মজুমদার । সাধারণ সম্পাদক পদে জয়ী প্রার্থী গৌরব দাস 4 হাজার 273টি ভোটের মধ্যে 3 হাজার 320টি ভোট পেয়েছেন । সহ সাধারণ সম্পাদক (দিন) পদে জয়ী DSF প্রার্থী মহম্মদ আহতেশাম 3 হাজার 354টি ভোটের মধ্যে 2 হাজার 376টি ভোট পেয়েছেন । সল্টলেক ক‍্যাম্পাসে সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন শঙ্খদীপ দাস । 809টি ভোটের মধ্যে 605টি ভোট পেয়েছেন তিনি । সহ সাধারণ সম্পাদক (সান্ধ‍্য) পদে মোট ভোট পড়েছিল 387টি । তার মধ্যে 247টি ভোট পেয়ে জয়ী হয়েছেন DSF প্রার্থী ।

গত বছর বাবুল সুপ্রিয়কে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল ও সেই সময় ABVP যে সক্রিয়তা দেখিয়েছিল তাতে যাদবপুরে গেরুয়া শিবিরের বীজ পোঁতা হয়ে গেল বলে মনে করেছিল ওয়াকিবহাল মহল । তাই প্রমাণ করল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফলাফল । DSF-এর ঘাড়ের কাছে নিঃশ্বাস না ফেললেও SFI-কে সরিয়ে দ্বিতীয় স্থান পেল ABVP । আজ ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান পাঁচটি পদের ভোটের ভোটসংখ‍্যা যোগ করে দেখা গেছে, পাঁচটি পদ মিলিয়ে DSF-এর প্রাপ্ত ভোট 9 হাজার 852টি । ABVP মোট 1 হাজার 567 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে । SFI 823টি ভোট পেয়ে তৃতীয় স্থানে ও TMCP 238টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে । জিততে না পারলেও প্রথমবার লড়েই দ্বিতীয় স্থানে থাকাটাকে সাফল‍্য হিসেবে দেখছে ABVP । কলা বিভাগের গণনার শুরু থেকেই এগিয়ে ছিল SFI । বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেলেও বদলায়নি সেই চিত্রটা । প্রতিটি রাউন্ডের গণনার রিপোর্ট আসতেই SFI সদস‍্যদের উল্লাস ও স্লোগানে মুখর হয়ে উঠছিল যাদবপুর ক‍্যাম্পাস । সম্পূর্ণ গণনা শেষের আগেই জয়ী ঘোষিত হয় SFI-এর সহ সাধারণ সম্পাদক (সান্ধ‍্য) পদের প্রার্থী শালমলি । সব থেকে দীর্ঘ সময় ধরে চলা AFSU-র গণনা শেষে প্রত‍্যাশিতভাবেই জয়ী হল SFI । সভাপতি পদে জয়ী SFI প্রার্থী তির্ণা । সাধারণ সম্পাদক পদে জয়ী SFI প্রার্থী শুভায়ন‌ সহ সাধারণ সম্পাদক (দিন) পদে জিতেছেন SFI প্রার্থী শ্রেয়সি ।

Last Updated : Feb 21, 2020, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details