কলকাতা, 12 অগস্ট: কলকাতায় এসে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তির ছুড়লেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ রাজ্যে তৃণমূলের আমলে জঙ্গল রাজ চলছে বলেও শনিবার আক্রমণ করলেন নাড্ডা ৷ এদিন সরাসরি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলান, "আমরা জানি তৃণমূল পশ্চিমবঙ্গকে কীভাবে নেতৃত্ব দিচ্ছে। রাজ্যে গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট নেই। দুঃখজনক যে, এখানে 'জঙ্গল-রাজ' আছে ৷"
দুই দিনের সফরে রাজ্যে আছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি ৷ টানা কর্মসূচির মধ্য়েই দলের সাংসদ, বিধায়কদের সঙ্গেও দুই দপায় বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ লক্ষ্য যে অবশ্যই সামনের বছর লোকসভা ভোট ৷ আর সেদিকে তাকিয়েই যে বিজেপি সভাপতির রাজ্য সফর তা নিশ্চিত ৷ সেই সঙ্গে, লোকসবা ভোটের রণকৌশলও ঠিক করে দিয়ে যাবেন নাড্ডা, এমনটাই বিজেপি সূত্রে খবর ৷ এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সর্বভারতীয় সভাপতি 21 সালের বিধানসভা নির্বাচন এবং সম্প্রতি ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের খতিয়ান তুলে ধরে মমতা সরকারকে তীব্র আক্রমণ করেন। এর পাশাপাশি আগামী বছরের লোকসভা নির্বাচনে 44 শতাংশ ভোট বাড়িয়ে 35-এর বেশি আসন নিশ্চিত করা হবে বলেও বঙ্গ বিজেপির তরফে আশ্বাসও আদায় করলেন ৷
এদিন নাড্ডা বলেন, "স্বাধীনতা সংগ্রামে বাংলার অনেক অবদান আছে ৷ কিন্তু আজ বাংলা সমস্যায় পড়েছে ৷ বাংলার গণতন্ত্রকে চূর্ণ করা হচ্ছে ৷ তৃণমূল যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটাকে জঙ্গল রাজে পরিণত করা হয়েছে।" একই সঙ্গে, নাড্ডার মুখে এদিন মোদি স্তুতিও শোনা গিয়েছে ৷ তিনি বলেন, "যদি জনগণের পক্ষে, গরিবের পাশে এবং কোনও সুদৃঢ় সরকার থেকে থাকে, তবে তা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে হত্যা ও চূর্ণ করেছেন।"