কলকাতা, 8 অগস্ট: রাজ্যে গত মাসেই শেষ হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন । এবার রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 12 তারিখেই রাজ্য সফরে আছেন জগৎপ্রকাশ নাড্ডা । এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে। আগামী বছর লোকসভা নির্বাচন ৷ শাসক থেকে বিরোধী সব শিবিরেই ইতিমধ্যেই শুরু হতে গেছে ভোট তৎপরতা ৷
এবারের পঞ্চায়েত ভোটে প্রায় 10 হাজারের কিছু বেশি আসনে ভালো ফল করেছে গেরুয়া শিবির। তাই স্বাভাবিকভাবেই বিজেপি নেতা, কর্মীদের মধ্যে উৎসাহের পারদ চড়েছে বেশ খানিকটা । তবে সমর্থক এবং ভোটার থাকলেও সাংগঠনিক দিক থেকে বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে বঙ্গ বিজেপি । এমনটাই রাজনৈতিক মহলের একাংশের মত। তাই সাংগঠনিকভাবে বঙ্গ বিজেপির সাংগঠনিক ত্রুটি বিচ্যুতিগুলিকে ঠিক করতে এবং লোকসভার প্রস্তুতি কেমন চলছে তা খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব । কারণ এখন পাখির চোখ আগামী লোকসভা নির্বাচন । তাই পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বঙ্গে বিজেপিকে সাংগঠনিক ভাবে মজবুত করতে বারংবার নজর দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব । একাধিকবার রাজ্যে এসেছেন অমিত শাহ । আসার কথা ছিল জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও । তবে হঠাৎ করেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার ফলে স্থগিত হয়ে যায় তাদের রাজ্য সফর ৷