কলকাতা, 16 সেপ্টেম্বর: বঙ্গ বিজেপির নবান্ন অভিযানে গেরুয়া শিবিরের একাধিক কর্মী সমর্থকদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ উঠেছে । গেরুয়া শিবিরের অভিযোগ, মঙ্গলবার রাজ্য সরকারের নির্দেশেই পুলিশের অত্যাচারের শিকার হয়েছেন কার্যকর্তারা । এই পুরো বিষয়টির পূর্ণাঙ্গ অনুসন্ধানে পাঁচ সদস্যের এক কমিটি গঠন করল বিজেপির শীর্ষ নেতৃত্ব (BJP Formed a high level committee)।
রাজ্যের শাসকদলের 'দলদাস' পুলিশের হাতে কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) 5 সদস্যের এক অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন । যে তিন জায়গা থেকে ওইদিন মিছিল শুরু হয়েছিল সেখানে যাবেন এই কমিটির সদস্যরা । পাশাপাশি যে এলাকাগুলি থেকে অশান্তি শুরু হয়েছিল সেখানেও যাবেন কমিটির সদস্যরা । কথা বলবেন আহত বিজেপি কর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে । সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত তাঁদের রিপোর্ট জমা দেওয়ার কথা কমিটির । মূলত মিছিলকে কেন্দ্র করে কীভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ল সেটাই খুঁজে দেখবেন তাঁরা (Clash broke out on Tuesday) ।