পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ, তদন্তে কমিটি গঠন নাড্ডার - J P Nadda

13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ছিল ৷ এদিন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে (Clash over BJP Nabanna Abhijan ) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 16, 2022, 7:13 AM IST

Updated : Sep 16, 2022, 7:50 AM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: বঙ্গ বিজেপির নবান্ন অভিযানে গেরুয়া শিবিরের একাধিক কর্মী সমর্থকদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ উঠেছে । গেরুয়া শিবিরের অভিযোগ, মঙ্গলবার রাজ্য সরকারের নির্দেশেই পুলিশের অত্যাচারের শিকার হয়েছেন কার্যকর্তারা । এই পুরো বিষয়টির পূর্ণাঙ্গ অনুসন্ধানে পাঁচ সদস্যের এক কমিটি গঠন করল বিজেপির শীর্ষ নেতৃত্ব (BJP Formed a high level committee)।

রাজ্যের শাসকদলের 'দলদাস' পুলিশের হাতে কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) 5 সদস্যের এক অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন । যে তিন জায়গা থেকে ওইদিন মিছিল শুরু হয়েছিল সেখানে যাবেন এই কমিটির সদস্যরা । পাশাপাশি যে এলাকাগুলি থেকে অশান্তি শুরু হয়েছিল সেখানেও যাবেন কমিটির সদস্যরা । কথা বলবেন আহত বিজেপি কর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে । সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত তাঁদের রিপোর্ট জমা দেওয়ার কথা কমিটির । মূলত মিছিলকে কেন্দ্র করে কীভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ল সেটাই খুঁজে দেখবেন তাঁরা (Clash broke out on Tuesday) ।

আরও পড়ুন: 'আমার চ্যালেঞ্জ, কপালে গুলি করে দেখান', মমতা-অভিষেক-মহুয়াকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

এই কমিটিতে থাকছেন

  • ব্রজলাল, রাজ্যসভার সাংসদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি
  • কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর, লোকসভা সাংসদ
  • অপরাজিতা সারঙ্গি, প্রাক্তন আইএএস, লোকসভা সাংসদ
  • সুনীল যখার
  • সমীর ওরান, রাজ্যসভার সাংসদ

এর আগে বীরভূমের বগটুইকাণ্ডেও তদন্তকারী দল পাঠিয়েছিল বিজেপি । ঘটনাস্থল ঘুরে পেশ করা রিপোর্টে অশান্তির জন্য বীরভূমেপর তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দুষেছিল কমিটি । তা নিয়ে পালটা সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ফের অন্য একটি অশান্তির ঘটনায় কেন্দ্রীয় দল পাঠাবার সিদ্ধান্ত নিল বিজেপি ।

Last Updated : Sep 16, 2022, 7:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details