কলকাতা, 23 জুলাই: মণিপুর নিয়ে কবিতা লিখলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। মণিপুর গত দু'মাস ধরেই উত্তপ্ত। একের পর এক ঘটনা ঘটছে সেখানে। বিশেষ করে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো ও গণধর্ষণের ঘটনা নিয়ে এই মুহূর্তে সরব পুরো দেশ। এবার কবিতা দিয়েই মণিপুরের হয়ে সুর চড়ালেন তিনি। কবিতার মধ্যেই থাকল তাঁর প্রতিবাদ।
বর্তমান পরিস্থিতি থেকে মণিপুর মুক্ত হোক সেই ভাবনা থেকেই লেখা তাঁর এই কবিতা। জয় গোস্বামী লিখেছেন "ভালো চাই তোর ভালো চাই/সুখে শান্তিতে থাক মা/মুখে বলা খুব সোজা/কবিতায় এই কথা/লিখেওছি আমি, লিখে দেওয়া যে কী সস্তা/ পিঠে বয়ে চলি মণিপুর নামে অগ্নিগর্ভ বোঝা/পথের মধ্যে খুলে পড়ে যায় বস্তা ৷" এরপরের অংশটা আরও তাৎপর্যপূর্ণ, কবি লিখছেন, "পোশাক-হারানো মেয়েরা বেরিয়ে বলে, তুমি আমাদের বাবা/গা ঢাকব বলে একটু কাপড় চাইছি/ঘর থেকে এনে দাও/কোথায়-বা ঘর? ভারতবর্ষ নাম/ এই দেশে লজ্জাও/ চোখ ঢাকছে না, বৃদ্ধ শরীরে যে চামড়া অবশিষ্ট/সেটুকু ছাড়িয়ে তোদের দিচ্ছি/ তা দিয়েই দেহ ঢাক মা!"