পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Joy Goswami on Manipur Issue: মণিপুর নিয়ে কলমে 'আগুন' ঝরালেন কবি জয় গোস্বামী - রক্ত ও আগুন ঝরল জয় গোস্বামী কবিতায়

মণিপুরে আগুন জ্বলছে ৷ অনেকদিন ধরেই জ্বলছে ৷ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো ও গণধর্ষণের ঘটনায় ধিক্কার জানিয়ে কলম ধরলেন কবি জয় গোস্বামী ৷ রক্ত ও আগুন ঝরল তাঁর কবিতায় ৷

Joy Goswami on Manipur Issue
কবি জয় গোস্বামী

By

Published : Jul 23, 2023, 7:40 PM IST

কলকাতা, 23 জুলাই: মণিপুর নিয়ে কবিতা লিখলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। মণিপুর গত দু'মাস ধরেই উত্তপ্ত। একের পর এক ঘটনা ঘটছে সেখানে। বিশেষ করে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো ও গণধর্ষণের ঘটনা নিয়ে এই মুহূর্তে সরব পুরো দেশ। এবার কবিতা দিয়েই মণিপুরের হয়ে সুর চড়ালেন তিনি। কবিতার মধ্যেই থাকল তাঁর প্রতিবাদ।

বর্তমান পরিস্থিতি থেকে মণিপুর মুক্ত হোক সেই ভাবনা থেকেই লেখা তাঁর এই কবিতা। জয় গোস্বামী লিখেছেন "ভালো চাই তোর ভালো চাই/সুখে শান্তিতে থাক মা/মুখে বলা খুব সোজা/কবিতায় এই কথা/লিখেওছি আমি, লিখে দেওয়া যে কী সস্তা/ পিঠে বয়ে চলি মণিপুর নামে অগ্নিগর্ভ বোঝা/পথের মধ্যে খুলে পড়ে যায় বস্তা ৷" এরপরের অংশটা আরও তাৎপর্যপূর্ণ, কবি লিখছেন, "পোশাক-হারানো মেয়েরা বেরিয়ে বলে, তুমি আমাদের বাবা/গা ঢাকব বলে একটু কাপড় চাইছি/ঘর থেকে এনে দাও/কোথায়-বা ঘর? ভারতবর্ষ নাম/ এই দেশে লজ্জাও/ চোখ ঢাকছে না, বৃদ্ধ শরীরে যে চামড়া অবশিষ্ট/সেটুকু ছাড়িয়ে তোদের দিচ্ছি/ তা দিয়েই দেহ ঢাক মা!"

প্রসঙ্গত, কবি জয় গোস্বামীর কলমে বারবার সমসাময়িক পরিস্থিতি নিয়ে লেখা উঠে এসেছে। সাম্প্রতিক অতীতে বগটুই নিয়ে কলম ধরেছিলেন তিনি। সেই সময় তাঁর কবিতার নাম ছিল 'দগ্ধ' ৷ এবার মণিপুরের আবহকে সামনে রেখে জয় গোস্বামীর এই কবিতার নাম 'মণিপুর 2023'। জয় গোস্বামীর এই কবিতা শুধুমাত্র কয়েকটি শব্দের সমাহার বা কয়েকটি লাইনের সমষ্টি নয় ৷ বর্তমান মণিপুর নিয়ে পরিস্থিতি তাতে তাঁর হৃদয়ের উপলব্ধি। এমনটাই বলছেন কবি স্বয়ং।

অতীতেও সিঙ্গুর নিয়ে তিনি লিখেছিলেন 'শাসকের প্রতি'। এই কবিতা ছিল তৎকালীন শাসককে নিয়ে তাঁর প্রতিবাদ। এবার মণিপুর নিয়ে নিজের প্রতিবাদ কবিতার পংক্তিতে শব্দে ছন্দে পৌঁছে দিলেন মানুষের বৈঠকখানায়। আবারও সেই প্রতিবাদী কবি তাঁর কবিতা-প্রতিবাদ নিয়ে উঠে দাঁড়ালেন। চোখ রেখেছেন অন্যায়ের চোখে, অবিচারের চোখে, নৈরাজ্যের চোখে।

আরও পড়ুন:'নারীমেধ যজ্ঞ চলছে', মণিপুর কাণ্ডে রুষ্ট অপর্ণা সেন

ABOUT THE AUTHOR

...view details