কলকাতা, 23 অগস্ট: বছরকয়েক আগেই শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ৷ তবে অদম্য জেদকে সঙ্গী করেই ফিরেছিলেন ময়দানে ৷ কিন্তু প্রাণঘাতী রোগ আবারও মাথাচাড়া দেওয়ায় শেষমেশ আর পারলেন না ৷ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ঘুমের দেশে পাড়ি দিলেন তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাস ৷ (Journalist Swarnendu Das Dies at 35) ৷ মারণ ব্যধিতে মাত্র পঁয়ত্রিশেই ঝরে গেল এক তাজা প্রাণ, বাংলা হারাল তার অত্যন্ত প্রিয় এক সাংবাদিককে ৷
এইবারটা মেটাস্ট্যাটিক ম্যানেজমেন্ট মেলানোমা হারিয়ে দিল স্বর্ণেন্দুকে। মাত্র 35 বছর বয়সেই বাবা মা স্ত্রী ও তিন বছরের কন্যা সন্তানকে রেখে চলে গেলেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। শোকবার্তা জ্ঞাপন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
হুগলির সিঙ্গুরের এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্ম হয় তাঁর। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সাংবাদিক হওয়ার। তাই অনেক লড়াই করেই শহর কলকাতায় এসে সাংবাদিক হিসেবে নিজের জায়গা তৈরি করেছিলেন স্বর্ণেন্দু ৷ 2014 তাঁর মেটাস্ট্যাটিক ম্যানেজমেন্ট মেলানোমা ক্যানসার ধরা পড়ে, যা বিরল। শুরু হয় তাঁর লড়াই। মাঝে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন ৷ আবার কাজেও যোগ দেন। সদা হাস্যময় এই তরুণ সাংবাদিক এককথায় ছিলেন কাজ পাগল। সবর্দা বুম হাতে ছুটতেন খবরের খোঁজে।