কলকাতা, 29 অক্টোবর: এই মুহূর্তে রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই অবস্থায় খুব শীঘ্রই বাইরে আসার সম্ভাবনা তেমন নেই রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর, তা মানছে খোদ তৃণমূল নেতৃত্ব। তবে এই অবস্থায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে যতই অভিযোগ তুলুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, এক্ষেত্রে এখনই তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো নাও হতে পারে। তৃণমূল দলীয় সূত্রে অন্তত তেমনটাই খবর।
প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেমন গ্রেফতারির পরপরই মন্ত্রিসভা থেকে তাঁকে সরানো হয়েছিল, জ্যোতিপ্রিয়র বেলায় তেমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনটাই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। উল্লেখ্য, মমতা-মন্ত্রিসভার পরবর্তী বৈঠক রয়েছে আগামী 9 নভেম্বর। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, ওইদিন জ্যোতিপ্রিয় মল্লিক নিয়ে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু গতিপ্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে, তেমন হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম বলেই সূত্রের খবর। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর অধীনে থাকা শিল্প এবং পরিষদীয় দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শশী পাঁজা এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে। এবার তেমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে আপাতত জ্যোতিপ্রিয়কে মন্ত্রী রেখেই মুখ্যমন্ত্রী নিজে অথবা অন্য কাউকে ওই দফতরের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিতে পারেন।